Banking ServiceMiscellaneous 

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫১৪ অফিসার

ক্রেডিট অফিসারের পদে ৫১৪ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (BOI)। ক্রেডিট অফিসারের নিয়োগ হবে জেনারেল ব্যাঙ্কিং অফিসার স্ট্রিমে, এসএমজিএস-IV, এমএমজিএস-III এবং এমএমজিএস-II স্কেলে। নীচে বলা শূন্যপদ ও সংরক্ষণের পরিবর্তন হতে পারে।


ক্রেডিট অফিসার (এমএমজিএস-II স্কেল)(জিবিও স্ট্রিম): শূন্যপদ ৪১৮টি। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৬৪,৮২০ – ৯৩,৯৬০ টাকা। ক্রেডিট অফিসার (এমএমজিএস-III স্কেল)(জিবিও স্ট্রিম): শূন্যপদ ৬০টি। বয়স হতে হবে ২৮ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৮৫,৯২০ – ১,০৫,২৮০ টাকা। ক্রেডিট অফিসার (এসএমজিএস-IV স্কেল)(জিবিও স্ট্রিম): শূন্যপদ ৩৬টি। বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। মাইনে ১,০২,৩০০ – ১,২০,৯৪০ টাকা। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। প্রার্থিবাছাই হবে অনলাইন পরীক্ষা এবং/ অথবা পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। ১৫০ নম্বরের অনলাইন পরীক্ষা। ইংলিশ ল্যাঙ্গোয়েজ ছাড়া বাকি সব প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। কললেটার ডাউনলোড করতে হবে www.bankofindia.bank.in ওয়েবসাইট থেকে। অনলাইন পরীক্ষা/ ইন্টারভিউয়ের কললেটার পাঠানো হতে পারে রেজিস্টার্ড ই-মেইল –এর মাধ্যমে। অনলাইন পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের কলকাতা, অসমের গুয়াহাটি, ওড়িশার ভূবনেশ্বর, বিহারের পাটনা ও রাঁচি সহ দেশের মোট ৩৪টি কেন্দ্রে।


তফশিলি/ প্রতিবন্ধীরা দেবেন ইন্টিমেশন চার্জ বাবদ (জিএসটি সহ) ১৭৫ টাকা। সাধারণ এবং অন্যান্য প্রার্থীরা অ্যাপ্লিকেশন ফি + ইন্টিমেশন চার্জ বাবদ দেবেন (জিএসটি সহ) ৮৫০ টাকা। উভয়ক্ষেত্রেই ব্যাঙ্ক ট্রানজাকশন চার্জ অতিরিক্ত এবং তা প্রার্থীকেই দিতে হবে। ফি দেবেন অনলাইনে।


আবেদন করবেন www.bankofindia.bank.in ওয়েবসাইটের ‘কেরিয়ার’ সেকশনে গিয়ে, “Recruitment of Credit Officers in GBO Stream Project No. 2025-26/01 Notice dated 01.11.2025” লিঙ্কে ক্লিক করে, ৫ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। জিবিও স্ট্রিম প্রজেক্ট নং 2025-26/01. আবেদনের পদ্ধতি সহ সব বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment