777Miscellaneous Trending News 

কলকাতার অদূরে নয়া বিমানবন্দরের প্রচেষ্টা

কাজকেরিয়ার অনলাইন নিউস ডেস্ক: কলকাতার অদূরেই তৈরি হবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। দক্ষিণ চব্বিশ পরগণা জেলা প্রশাসনকে রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এ বিষয়ে আরও জানা যায়, নতুন ওই বিমানবন্দরে বোয়িং ৭৭৭-এর মতো বড় বিমান যাতে নামতে পারে তারই তৎপরতা নেওয়া হবে। স্থানীয় সূত্রের খবর, প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট বিমানবন্দর তৈরির প্রচেষ্টা নেওয়া হচ্ছে।

এক্ষেত্রে জেলায় জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আরও জানা গিয়েছে, বিমানবন্দরে হ্যাঙ্গার তৈরি করার মতো পর্যাপ্ত জমিও থাকতে হবে বলে নির্দেশ পাঠানো হয়েছে। কলকাতা বিমানবন্দরের উপরে চাপ বেড়ে চলেছে প্রতিনিয়ত। চাপ কমাতেই এই ভাবনা বা পদক্ষেপ সরকারিভাবে নেওয়া হচ্ছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment