ইউজিসি ‘নেট’ জুন-২০২২ পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লেকচারশিপ/ জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে আবেদনের সিএসআইআর ‘ইউজিসি নেট’ পরীক্ষার দরখাস্ত নিচ্ছে। পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
মোট অন্তত ৫৫ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ এমএসসি বা সমুতুল ডিগ্রি/ ইন্টিগ্রেটেড বিএস-এমএস/ ৪ বছরের বিএস/ বি ই/ বি টেক/ বি ফার্মা/ এমবিবিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-৭-২০২১ তারিখের হিসেবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদের ক্ষেত্রে ২৮ বছরের মধ্যে। তবে লেকচারশিপ/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে বয়সের কোনও উর্দ্ধসীমা নেই।
সিএসআইএর আয়োজিত ২০২২ সালের জুন মাসের নেট হবে কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে। থাকবে ৫টি (কেমিক্যাল সায়েন্স/ আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্স/ লাইফ সায়েন্স/ ম্যাথমেটিক্যাল সায়েন্স/ ফিজিক্যাল সায়েন্স) বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় ৩ ঘন্টা।
আবেদন করবেন অনলাইন https://csirnet.nta.nic.in ওয়েবসাইটের মাধ্যেম, ১০ আগস্টের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ (ওবিসিদের ক্ষেত্রে ৫০০, তফশিলি/ তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে ২৫০) টাকা। অনলাইনে ফি জমা দেবেন ১০ আগস্টের মধ্যে। শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। আবেদনপত্রে কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করতে পারবেন ১২ থেকে ১৮ আগস্টের মধ্যে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।