অফিস টাইমে প্রায় ১০০ শতাংশ লোকাল ট্রেন পরিষেবা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অফিস টাইমে প্রায় ১০০ শতাংশ ট্রেন চালাতে সম্মতি দিল রেল। জানা গিয়েছে, সামাজিক দূরত্ব বিধির বিষয়টি মাথায় রেখে এখন থেকে অফিস টাইমে প্রায় ১০০% লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এক বৈঠকে রেল ও রাজ্য সরকার এই বিষয়ে সহমত পোষণ করেছে বলে খবর।
উল্লেখ্য, গত সপ্তাহের শুক্রবার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৮১ জোড়া ট্রেন চালানো হবে। এরপর পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে রেল কর্তৃপক্ষকে ট্রেন বাড়াতে অনুরোধ করে রাজ্য সরকার। রাজ্যের সেই দাবি মেনে বুধবার অর্থাৎ ১১ নভেম্বর থেকে ৬৯৬টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যারমধ্যে পূর্ব রেল চালাবে ৬১৫টি এবং দক্ষিণ পূর্ব রেল চালাবে ৮১টি লোকাল। পূর্ব রেলের মধ্যে শিয়ালদহ ডিভিশনে চলবে ৪১৩টি এবং হাওড়া ডিভিশনে চলবে ২০২টি ট্রেন। সেইমতো অফিস টাইমে চালানো হয়েছে ৭৫% লোকাল ট্রেন।
সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করে আজ রাজ্য ও রেলের এক বৈঠকে অফিস টাইমে ১০০ শতাংশ রেল চালাতে সম্মতি দেওয়া হয়েছে বলে জানা যায়। এদিন রেল-রাজ্য বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয় রেলের পক্ষ থেকে। রেল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর অনুরোধে বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবনা-চিন্তা করা হয়। এরপর রাজ্যের অনুরোধ মেনে অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

