কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইউটিলিটি এজেন্ট (পুরুষ ও মহিলা), ও হ্যান্ডিম্যান পদে ৯৯৮ জনকে নিচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস (পূর্বতন এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস) লিমিটেডে। এটি এয়ার ইন্ডিয়া লিমিটেডের একটি ভর্তুকি প্রাপ্ত সংস্থা। ৩ বছরের চুক্তিরভিত্তিতে নিয়োগ হবে সংস্থার মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
হ্যান্ডিম্যান: মোট শূন্যপদ ৯৭১টি। ইউটিলিটি এজেন্ট (পুরুষ): মোট শূন্যপদ ২০টি। ইউটিলিটি এজেন্ট (মহিলা): মোট শূন্যপদ ৭টি।
হ্যান্ডিম্যান পদের ক্ষেত্রে- এসএসসি/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা ইংলিশ পড়তে ও বুঝতে পারলে আবেদন করতে পারেন। হিন্দি ও স্থানীয় ভাষা বুঝতে ও কথা বলতে পারলে ভাল। ইউটিলিটি এজেন্ট পদের ক্ষেত্রে- এসএসসি/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা হিন্দি ও স্থানীয় ভাষা বুঝতে ও কথা বলতে পারলে আবেদন করতে পারেন।
সবক্ষেত্রেই বয়স হতে হবে ১-৯-২০২৩ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। থোক মাইনে ২১,৩৩০ টাকা।
প্রার্থীবাছাই হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা (ওয়েট লিফটিং, রানিং ইত্যাদি), ইন্টারভিউ, পার্সোনাল/ ভার্চুয়াল স্ক্রিনিংয়ের মাধ্যমে। আবেদন করবেন নির্ধারিত বয়ানে। http://www.aiasl.in/ ওয়েবসাইটে থেকে একটি সাদা কাগজে দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। পূরণ করবেন সঠিকভাবে। আবেদনের ফি ৫০০ টাকা দেবেন মুম্বাইয়ে ভাঙানোর যোগ্য, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফট কাটবেন “AI AIRPORT SERVICES LIMITED.”-এর অনুকূলে। তফশিলি ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। ড্রাফটের উল্টোপিঠে নিজের পুরো নাম ও মোবাইল নম্বরটি উল্লেখ করে দেবেন। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্টের মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। দরখাস্ত পাঠাবার ঠিকানা: To, HRD Department, AI Airport Services Limited, GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai-400099. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: AIASL/05-03/BOM/353. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে