examEducation Alerts Exam Preparation 

১৫ ডিসেম্বর থেকে অনলাইন পরীক্ষা নিতে প্রত্যয়ী ভারতীয় রেল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রেলের পরীক্ষা শুরু ১৫ ডিসেম্বর। সূত্রের খবর, প্রায় ১ লক্ষ ৪০ হাজার পদে নিয়োগের জন্য আগামী ১৫ ডিসেম্বর থেকে অনলাইন পরীক্ষা নেওয়া শুরু করবে ভারতীয় রেল। রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব একথা জানান। সূত্রের আরও খবর, ওই পদগুলির জন্য প্রায় ২ কোটি ৪২ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে।

রেল বোর্ডের চেয়ারম্যান এবিষয়ে জানিয়েছেন, এই নিয়োগের ক্ষেত্রে ৩৫,২০৮টি পদ রয়েছে ‘নন-টেকনিক্যাল পপুলার’ শ্রেণিতে। তাতে রয়েছে গার্ড, অফিস ক্লার্ক ও কমার্শিয়াল ক্লার্কের মতো পদগুলি। আবার স্টেনোগ্রাফারের মতো পদ রয়েছে ১,৬৬৩টি। অন্যদিকে ট্র্যাক মেন্টেনার ও পয়েন্টম্যানের পদ রয়েছে ১,০৩,৭৬৯টি। এবিষয়ে রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব আরও জানিয়েছেন, অতিমারীর জন্য পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছিলাম। জেইই, নিট পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলে আমরাও এখন নিয়োগের পরীক্ষা শুরু করতে চাই।

Related posts

Leave a Comment