মাসের শেষ লকডাউনে শহরতলি
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ সাপ্তাহিক লকডাউনের সকাল। আজ আগস্ট মাসের শেষ লকডাউন। নিউটাউনের সাপুরজি মোড়ের ছবি। টেকনো সিটি থানার পুলিশ ও নিউটাউন ট্রাফিক পুলিশের কড়া নজরদারি, চলছে নাকা চেকিং, শুনশান রাস্তা।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে নিউটাউনের সাপুরজি মোড় হয়ে কলকাতা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। সকাল থেকেই সেই রাস্তায় চলছে পুলিশি তৎপরতা। সমস্ত গাড়িতেই চলছে নাকা চেকিং। পরিচয়পত্র ও গাড়ির নথি দেখে ছাড়া হচ্ছে। প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় এক বাইক আরোহীকে গ্রেফতার করে পুলিশ।

