TrainMiscellaneous Trending News 

লোকাল ট্রেন কীভাবে চলবে সেই প্রস্তুতি – ভাবনা শুরু রেলের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রের খবর,লোকাল ট্রেন কবে থেকে চলবে, সেই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রক ও রেলমন্ত্রক নেবে। যেকোনও সময় নির্দেশ আসার সম্ভাবনা। লোকাল ট্রেন কীভাবে চলবে সেই ভাবনা শুরু রেলের। কয়েকটি বিষয় নির্দিষ্ট করা হয়েছে। ভিড় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেল সূত্রের খবর, স্টেশনে আপাতত প্রবেশ করতে পারবেন না হকাররা। পাশাপাশি শহরতলিতে স্টেশনের প্ল্যাটফর্মে বন্ধ থাকবে দোকান।জানা গিয়েছে,সব স্টেশনে নাও দাঁড়াতে পারে সব লোকাল ট্রেন।বেশি মাত্রায় গ্যালপিং ট্রেন চালানোর ভাবনা রয়েছে রেলের। পূর্বের মতো শিয়ালদহ ডিভিশনে যাত্রী না হওয়ার সম্ভাবনা থাকছে,এমনটা মনে করছে রেল। করোনা আবহে যাত্রী নিয়ে সংশয় প্রকাশ করছে শিয়ালদহ ডিভিশন। বড় স্টেশনগুলিতে যাত্রী সুরক্ষায় স্টেশনে প্রবেশের মুখেই থার্মাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করা হতে পারে।

আবার স্টেশনগুলিতে ভেতরে আসা ও বাইরে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পথ থাকবে। পরবর্তীতে যদি লোকাল ট্রেন চালু করতে হয়, তারজন্য বেশ কয়েকটি পরিকল্পনা প্রস্তুত রেখেছে বিভিন্ন ডিভিশন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে যদি কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হয়, তবে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে একসঙ্গে সব নয়। ধাপে ধাপে চালাতে হবে।’

Related posts

Leave a Comment