রকমারি ফুল চাষের চাহিদা
সবজি চাষ ছেড়ে এখন অনেকেই ফুল চাষ করছেন। কারণ এই চাষে লাভ বেশি হচ্ছে। ঝোঁকও বাড়ছে গ্রামীণ চাষিদের মধ্যে। রং-বেরঙের ফুল চাষে মাঠ ভরে উঠছে। বর্তমানে ফুলের বাজারও ভালো মতো তৈরি রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং ভিনরাজ্যেও ফুলের চাহিদা রয়েছে। গ্রাম্য এলাকায় বহু মানুষ এই ফুল চাষ করেই জীবন-জীবিকা নির্ভর করে থাকেন। সবজি চাষে সেভাবে লাভের মুখ দেখা যাচ্ছে না বলে ফুলের চাষ শুরু করছেন অনেক কৃষকই। এই চাষে লাভ বেশি তাই গ্রাম্য এলাকার বেশিরভাগ চাষিরা এখন ফুল চাষে ব্যস্ত হয়ে উঠছেন। কম খরচে এই চাষ করা সম্ভবও হচ্ছে । জেলার বিভিন্ন প্রান্তে অনেক কৃষক পরিবার নানারকম ফুল চাষ শুরু করেছেন। খরচও কম। এই চাষে যুক্ত হওয়া কৃষকরা জানিয়েছেন,নানা প্রাকৃতিক দুর্যোগে সবজির ফলন প্রায়শই নষ্ট হয়ে যায়। আবার সবজির দাম সঠিক না মেলায় মাথায় হাত পড়ে যায় । গ্রামের প্রায় ৮০ শতাংশ লোকের ভরসা হয়ে দাঁড়িয়েছে এই ফুল চাষ। স্থানীয় নার্সারি বা কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে রজনীগন্ধা,বিভিন্ন রংয়ের গাদা ফুল প্রভৃতি চাষ অনায়াসে শুরু করতে পারেন। আয়ের পথ প্রশস্ত হবে। স্থানীয় বাজারও পাবেন। শহরাঞ্চলেও উপযুক্ত বাজার রয়েছে ফুল বিক্রির জন্য।

