কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে ৯৪ জনকে নিচ্ছে মিনেরেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডে। বিভিন্ন ফ্রেশ এবং ব্যাকলগ পদে নিয়োগ হবে নাগপুরের কর্পোরেট অফিস এবং সারা দেশে অবস্থিত সংস্থার প্রোজেক্ট সাইট অফিসগুলিতে। প্রথমে অন্তত ১ বছরের প্রবেশন।
নিয়োগ হবে বিভিন্ন ম্যানেজার, ইঞ্জিনিয়ার, জিওলজিস্ট, জিওফিজিসিস্ট, কেমিস্ট, বিভিন্ন অফিসার ও প্রোগ্রামার পদে। পদ অনুযায়ী মাইনে ৯০,০০০ – ২,৪০,০০০ টাকা/ ৭০,০০০ – ২,০০,০০০ টাকা/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা/ ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট অভিজ্ঞতা, বাঞ্ছনীয় যোগ্যতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
প্রার্থিবাছাই হবে একাডেমিক সার্টিফিকেট, সংশ্লিষ্ট অভিজ্ঞতা, উপযুক্ত দক্ষতা ও পরে প্রমাণপত্র যাচাই এবং (কেবল নাগপুরে) পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। নিয়োগের জন্য বাছাই প্রার্থীদের ডাক্তারি মতে সুস্থ হতে হবে। বাছাই প্রার্থীরা নামের তালিকা পাবেন নীচে বলা ওয়েবসাইটের ‘কেরিয়ার’ শেকশনে।
তফশিলি/ ওবিসি-এনসিএল/ আর্থিকভাবে কমজোর/ প্রতিবন্ধী/ প্রাঃসঃকঃ প্রার্থীদের জন্য সংরক্ষণ, বয়সের ছাড় এবং আর্থিক ছাড় থাকবে ভারত সরকারের নিয়ম অনুযায়ী। মাইনের ক্ষেত্রে বেসিক পে –এর সাথে থাকবে অন্যান্য ভাতা, পিএফ, পেনশন ইত্যাদি ও সুযোগ-সুবিধা।
আবেদন রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাসঃকঃ/ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের এই ফি দিতে হবে না। ফি দেবেন কেবলমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্কের চালানের মাধ্যমে। চালান পাবেন নীচের ওয়েবসাইট দুটির কেরিয়ার সেকশনে গিয়ে- https://www.mecl.co.in/Careers.aspx এবং meclrecruitment.co.in
আবেদন করবেন অনলাইনে MECL ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর বৈধ ই-মেইল আইডি এ একটি মোবাইল নম্বর থাকা চাই এবং এগুলি অন্তত ১ বছরের জন্য বৈধ থাকা চাই। আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || এক্সিকিউটিভ || নন-এক্সিকিউটিভ ||