কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিভিন্ন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যানাসিস্ট পদে ৯৪ জনকে নিচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনস্ত ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে।
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): মোট শূন্যপদ ৬৭। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ডিপ্লোমা সার্টিফিকেটধারী বা সমতুল পাশ হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বয়স ৩৭ বছরের মধ্যে।
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদ ১০। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা সার্টিফিকেটধারী বা সমতুল পাশ হতে হবে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বয়স ৩৭ বছরের মধ্যে।
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): মোট শূন্যপদ ১০। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা সার্টিফিকেটধারী বা সমতুল পাশ হতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বয়স ৩৭ বছরের মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট: মোট শূন্যপদ ৫। কেমিস্ট্রি সহ বিজ্ঞান শাখারা অনার্স ডিগ্রিধারী অথবা বিজ্ঞান শাখায় বায়োকেমিস্ট্রি বা ফুড টেকনোলজির ডিগ্রিধারী হতে হবে। বয়স ৩৯ বছরের মধ্যে।
ডেপুটি অ্যানালিস্ট (মাইক্রোবায়োলজি): মোট শূন্যপদ ২। মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রির এম.এসসি. ডিগ্রিধারী অথবা মাইক্রোবায়োলজির এম.ডি. হতে হবে। বয়স ৩৬ বছরের মধ্যে।
সাব-ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল) -এর ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। ওএমআর শিটে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে কেবলমাত্র কলকাতা সেন্টারে। প্রশ্ন ইংরিজিতে। উত্তরের সময় ২ ঘণ্টা। ৪০ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে কলকাতা অফিসে। শূন্যপদের ৪ গুণ প্রার্থীকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে দুটি পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে। অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট এবং ডেপুটি অ্যানালিস্ট পদের নিয়োগ প্রক্রিয়া এবং সিলেবাস পরে www.mscwb.org ওয়েবসাইটে জানানো হবে।
আবেদনের ফি/ প্রসেসিং চার্জ বাবদ অসং এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। সঙ্গে প্রসেসিং চার্জ ৫০ টাকা। তফশিলি এবং প্রতিবন্ধীরা দেবেন কেবল প্রসেসিং চার্জ ৫০ টাকা। কেবল নীচে বলা ওয়েবসাইটে উল্লিখিত Indiaideas.com Limited (Bill Desk) -এর মাধ্যমে ফি দেবেন।
আবেদন করবেন অনলাইনে www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ মার্চ থেকে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || লিঙ্ক-১ || লিঙ্ক-২ || লিঙ্ক-৩ || লিঙ্ক-৪ || লিঙ্ক-৫ ||