কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার পদে ৯,৩৯৪ জনকে নিচ্ছে ভারতীয় জীবনবিমা নিগমে। নিয়োগ হবে দেশের ৮টি জোনাল অফিসের অধীনস্থ বিভিন্ন ডিভিশনাল অফিসগুলিতে। এখানে কলকাতার ইস্টার্ন জোনাল অফিসের অধীনস্থ ১,০৪৯ টি শূন্যপদের বিন্যাস দেওয়া হল। একজন প্রার্থীকে একটি জোনের জন্যই আবেদন করতে হবে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
আসানসোলে: শূন্যপদ ৫৩টি। বর্ধমানে: শূন্যপদ ৬৫টি। বঙ্গাইগাঁওয়ে: শূন্যপদ ৩১টি। গুয়াহাটিতে: শূন্যপদ ৬৬টি। হাওড়ায়: শূন্যপদ ১১০টি। জলপাইগুড়িতে: শূন্যপদ ১২৪টি। জোরহাটে: শূন্যপদ ৬৪টি। খড়্গপুরে: শূন্যপদ ১০২টি। কেএমডিও-১: শূন্যপদ ৯৬টি। কেএমডিও-২: শূন্যপদ ১১৮টি। কেএসডিও: শূন্যপদ ১৫৯টি। শিলচরে: শূন্যপদ ৬১টি।
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারিরা আবেদন করতে পারেন। লাইফ ইনশিওরেন্স ইন্ডাস্ট্রিতে অথবা ফিনান্সিয়াল প্রোডাক্ট মার্কেটিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ১-১-২০২৩ তারিখের হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১-১৯৯৩ থেকে ১-১-২০০২ তারিখের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শুরুতে নিয়ম অনুযায়ী থিওরিটিক্যাল ও ফিল্ড সেলস ট্রেনিং। তখন স্টাইপেন্ড মাসে ৫১,৫০০ টাকা। সফল ট্রেনিং শেষে ১ বছরের প্রবেশন। যা আরও ২ বছর পর্যন্ত বাড়তে পারেন। সফল প্রবেশন শেষে নিয়োগ হলে তখন মূল মাইনে ৩৫,৬৫০ – ৯০,২০৫ টাকা। শুরুতে সবমিলিয়ে মাসে প্রায় ৫৬,০০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা।
প্রার্থীবাছাই হবে অনলাইন টেস্ট, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষার কললেটার ডাউনলোড করতে পারবেন ৪ মার্চ থেকে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১২ মার্চ এবং মেইন পরীক্ষা হবে ৮ এপ্রিল।
আবেদন করবেন অনলাইনে https://licindia.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১০ ফেব্রুয়ারির মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৭৫০ (তফশিলিদের ক্ষেত্রে ১০০) টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অতিরিক্তি ফি প্রার্থীকেই বহন করতে হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। ইস্ট ।। নর্থ ।। নর্থ-সেন্ট্রাল ।। সেন্ট্রাল ।। সাউথ-সেন্ট্রাল ।। সাউদার্ন ।। ওয়েস্টার্ন ।। ইস্ট–সেন্ট্রাল ।।