কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কনস্টেবল (টেকনিক্যাল/ ট্রেডসম্যান) পদে ৯২১২ জন পুরুষ ও মহিলা নিচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে। নিয়োগের জন্য সিআরপিএফ একটি উন্মুক্ত প্রতিযোগিতামূলক, ১০০ নম্বরের, কম্পিউটার বেসড টেস্ট পরিচালনা করবে। বাসস্থান ভিত্তিক প্যাটার্নে সাধারণত নিজ নিজ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা ভারতীয়, পুরুষ ও মহিলা প্রার্থীদের থেকে নিয়োগ হবে।
পশ্চিমবঙ্গে পুরুষদের জন্য মোট শূন্যপদ ৭০৭টি (ড্রাইভার ২২০, মেকানিক মোটর ভেহিকেল ৩৩, কবলার ১০, কার্পেন্টার ১০, টেইলর ১৪, ব্রাস ব্যান্ড ১২, পাইপ ব্যান্ড ৫, বিউগলার ৯৯, গার্ডেনার ৬, পেইন্টার ৩, কুক ও ওয়াটার ক্যারিয়ার ১৮২, ওয়াশারম্যান ৩০, বার্বার ২২, সাফাই কর্মচারী ৬১)।
পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য মোট শূন্যপদ ৫টি (ব্রাস ব্যান্ড ২, বিউগলার ১, কুক ও ওয়াটার ক্যারিয়ার ২)।
প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে এবং সঙ্গে অন্যান্য সংশ্লিষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা, শারীরিক মাপজোক ইত্যাদি থাকতে হবে। ১-৮-২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক মাপজোক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট, প্রমাণপত্র যাচাই এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
ফি বাবদ বিভিন্ন কার্ড, নেট ব্যাঙ্কিং ও ভিম ইউপিআই ইত্যাদির মাধ্যমে মহিলা/ তফশিলি/ প্রাক্তন সমরকর্মী বাদে বাকি প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে।
আবেদন করবেন অনলাইনে crpf.gov.in (অফিসিয়াল) ওয়েবসাইটের মাধ্যমে, ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিলের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে