Home Central Government কল্যাণী এইমসে ৭৪ জুনিয়র রেসিডেন্ট

কল্যাণী এইমসে ৭৪ জুনিয়র রেসিডেন্ট

36
0
AIIMS Kalyani
AIIMS Kalyani

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে ৭৪ জনকে নিচ্ছে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। বিভিন্ন বিভাগে ৬ মাসের জন্য নিয়োগ হবে।

জুনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক): শূন্যপদ ৭৪টি। এনএমসি স্বীকৃত এমমবিবিএস ডাক্তাররা ১৬ নভেম্বর, ২০২৩ তারিখের হিসেবে বিগত ৩ বছরের মধ্যে পাশ করে থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩৩ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা অসংক্ষিত পদে আবেদন করলে বয়সের ছাড় পাবেন না। মাইনে সপ্তম পে কমিশনের লেভেল-১০ অনুযায়ী + এনপিএ। ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা (ষষ্ঠ সিপিসি)।

১৭ নভেম্বর ইন্টারভিউ হবে এই ঠিকানায়: Administrative Building, Ground Floor, Welcome Center of AIIMS, Kalyani, Pin – 741245. ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি। আবেদনপত্র এবং যাবতীয় প্রমাণপত্র দেখার পর প্রার্থিবাছাই হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে। সকাল ৯টায় রিপোর্টিং। প্রমাণপত্র যাচাই শুরু সকাল সাড়ে ৯টায়। সাক্ষাৎকার শুরু ১০টা থেকে।

আবেদনের ফি বাবদ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে ১,০০০ টাকা। তফশিলিদের এই ফি দিতে হবে না। ড্রাফট কাটবেন “AIIMS KALYANI INTERNAL RESOURCES ACCOUNT” –এর অনুকূলে এবং ড্রাফট-টি প্রদেয় হতে হবে কল্যাণীতে।   আবেদনপত্রে বয়ান পাবেন www.aiimskalyani.edu.in ওয়েবসাইটে/ পিডিএফে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here