Home Medical কিডনি ডিজিজ অ্যান্ড রিসার্চে ৬৫০ স্টাফ নার্স

কিডনি ডিজিজ অ্যান্ড রিসার্চে ৬৫০ স্টাফ নার্স

7
0
nurses
nurses

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্স (ক্লাস-III) পদে ৬৫০ জনকে নিচ্ছে ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

বিএসসি (নার্সিং)/ জিএনএম ডিপ্লোমা পাশ। সঙ্গে গুজরাট নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা চাই। কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যিক। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।

প্রার্থীবাছাই প্রক্রিয়া সম্পর্কে পরে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করবেন অনলাইনে https://ikdrc-its.org ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ মে-র মধ্যে। ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 04/2023 IKDRC. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here