কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৬৪৭ আসনে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই অ্যাপ্রেন্টিস নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের এয়ার ক্রাফট ডিভিশন, নাসিক। গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম (NATS) -এর অদীনে। আইটিআই অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস প্রোমোশন স্কিম (NAPS) –এর অধীনে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারবেন।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যারোনটিক্যাল/ কম্পিউটার/ সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ মেকানিক্যাল/ প্রোডাকশন/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আর্টস, কমার্স, সায়েন্স, ফার্মাসি এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা। সংশ্লিষ্ট শাখার ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যারোনটিক্যাল/ কম্পিউটার/ সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট, হোটেল ম্যানেজমেন্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা। সংশ্লিষ্ট শাখার ডিপ্লোমাধারী হতে হবে।
আইটিআই কমপ্লিটেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ফিটার, টুল অ্যান্ড ডাই মেকার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, মেশিনিস্ট (গ্রাইন্ডার), ইলেক্ট্রিশিয়ান, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) সহ মোট ১৬টি ট্রেডে। স্টাইপেন্ড মাসে প্রায় ৮,০০০ টাকা। সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সম্পূর্ণ করে থাকলে আবেদন করতে পারেন। আসন সংরক্ষণ থাকবে।
আবেদন- কেবল আর্টস, কমার্স এবং সায়েন্স গ্র্যাজুয়েটরা প্রথম ধাপে HAL –এর নাসিক অ্যাপ্লিকেশন ফর্ম (Google form) –এর মাধ্যমে আবেদন করবেন। দ্বিতীয় ধাপে ফিজিক্যাল ডক্যুমেন্ট ভেরিফিকেশনের জন্য HAL, Nasik –এর ই-মেলের মাধ্যমে জানানো হবে। আবেদন করবেন ২৩ আগস্টের মধ্যে।
বাকিরা প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে রেজিস্টার করবেন। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসরা রেজিস্টার করবেন www.mhrdnats.gov.in পোর্টালে ও আইটিআই কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসরা রেজিস্টার করবেন www.apprenticeshipindia.gov.in পোর্টালে। পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। দ্বিতীয় ধাপে HAL –এর নাসিক অ্যাপ্লিকেশন ফর্ম (Google form) –এর মাধ্যমে আবেদন করবেন। তৃতীয় ধাপে ফিজিক্যাল ডক্যুমেন্ট ভেরিফিকেশনের জন্য HAL, Nasik –এর ই-মেলের মাধ্যমে জানানো হবে। ডক্যুমেন্ট ভেরিফিকেশন হতে পারে সেপ্টেম্বরের ৪ থেকে ১৬ তারিখ। আবেদন করবেন ২৩ আগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং HAL/T&D/1614/23-24/155. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে