কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ট্রেনিংয়ের পর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য ৬০০ জনকে নিচ্ছে আইডিবিআই ব্যাঙ্কে। এই ট্রেনিং দেবে বেঙ্গালুরু-র মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (MGES) এবং গ্রেটার নয়ডা –র Nitte Education International Pvt. Ltd. (NEIPL) । ১২ মাসের ট্রেনিংয়ের মধ্যে থাকবে নিজ নিজ ক্যাম্পাসে ৬ মাসের ক্লাসরুম স্টাডি, ২ মাসের ইন্টার্নশিপ এবং আইডিবিআই ব্যাঙ্কের শাখাগুলিতে/ অফিসগুলিতে/ সেন্টারগুলিতে ৪ মাসের অন জব ট্রেনিং। সফল ট্রেনিং শেষে দেওয়া হবে পিজিডিবিএফ ডিপ্লোমা এবং অন্যান্য শর্তগুলি ঠিকঠাক থাকলে নেওয়া হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড ‘O’) পদে। শূন্যপদ/ ব্যবসায়িক প্রয়োজনীতা/ আইডিবিআই ব্যাঙ্কের বিচক্ষণতা ভিত্তিতে বেস্ট এফর্ট বেসিসে ইস্ট এবং নর্থ জোনে NEIPL এবং ওয়েস্ট এবং সাউথ জোনে MEGS –এর মাধ্যমে নেওয়া হবে।
ইস্ট জোনের মধ্যে রয়েছে কলকাতা (যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের রাজ্যগুলি)।
পিজিডিবিএম ২০২৩-২৪ –এর মোট শূন্যপদ ৬০০। যে কোনও ডিসিপ্লিনের স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে কম্পিউটারে দক্ষতা। স্থানীয় ভাষায় দক্ষতা থাকলে অগ্রাধিকার। ৩১-০৮-২০২৩ তারিখের হিসেবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
অনলাইন পরীক্ষা হতে পারে ২০ অক্টোবর। পরীক্ষার কললেটার পাঠানো হবে প্রদত্ত ই-মেইল আইডি –তে। পরীক্ষায় সফল প্রার্থীদের ১০০ নম্বরের ইন্টারভিউ হবে। অনলাইন পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি প্রভৃতি কেন্দ্রে। ঠিকানা পাবেন কললেটারে। অনলাইন কললেটার ডাউনলোড করবেন www.idbibank.in ওয়েবসাইট থেকে, ৩০ সেপ্টেম্বরের পর।
আবেদনের ফি ও ইন্টিমেশন চার্জ ১,০০০ টাকা। দেবেন অনলাইনে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে। তফশিলি/ প্রতিবন্ধীরা দেবেন কেবল ইন্টিমেশন চার্জ ২০০ টাকা, অনলাইনে। পেমেন্ট করে ই-রিসিপ্ট পাবেন। তখন অনলাইন অ্যাপ্লিকেশন ও ই-রিসিপ্টের প্রিন্ট নেবেন।
অনলাইন আবেদন সাবমিট করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করবেন http://ibpsonline.ibps.in/idbisep23/ ওয়েবসাইটের মাধ্যমে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং 8/2023-24. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে