Home Engineering এয়ারপোর্ট অথরিটিতে ৫৯৬ জুনিয়র এক্সিকিউটিভ

এয়ারপোর্ট অথরিটিতে ৫৯৬ জুনিয়র এক্সিকিউটিভ

19
0
Airport
Airport

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র এক্সিকিউটিভ পদে ৫৯৬ জনকে নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে সিভিল, ইলেক্ট্রিক্যাল সহ বিভিন্ন ডিসিপ্লিনে। প্রার্থীদের ২০২০/ ২০২১ অথবা ২০২২ সালের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড ইন ইঞ্জিনিয়ারিং (গেট) পরীক্ষায় পাশ করেছেন কেবলমাত্র তাঁরাই আবেদন করবেন।

জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল): মোট শূন্যপদ ৬২টি। জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদ ৮৪টি। জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রনিক্স): মোট শূন্যপদ ৪৪০টি। জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার): মোট শূন্যপদ ১০টি।

অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট শাখার বি ই/ বি টেক ডিগ্রিধারীরা ২০২০/ ২০২১ অথবা ২০২২ সালের গেট পরীক্ষায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পাশ করে থাকতে হবে।

বয়স হতে হবে ২১-১-২০২৩ তারিখের হিসেবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে গেট পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই হবে দিল্লিতে। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে www.aai.aero ওয়েবসাইটের মাধ্যমে, ২১ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের ছবি ও সই স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 07/2022. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here