Home Central Government অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ৫৭০ ম্যানেজার, ইঞ্জিনিয়ার

অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ৫৭০ ম্যানেজার, ইঞ্জিনিয়ার

47
0
Advanced Computing
Advanced Computing

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট অ্যাসোসিয়েট, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, প্রোজেক্ট ম্যানেজার ও সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৫৭০ জনকে নিচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং। এটি ভারত সরকারের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি মিনিস্ট্রির অধীনস্থ একটি সংস্থা।

প্রোজেক্ট অ্যাসোসিয়েট: মোট শূন্যপদ ৩০টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক অথবা সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা এম ই/ এম টেক ডিগ্রি অথবা পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার/ মার্কেটিং এক্সিকিউটিভ: মোট শূন্যপদ ৩০০টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ৬০ শতাংশ নম্বর সহ বি ই/ বি টেক অথবা ৬০ শতাংশ নম্বর সহ সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা এম ই/ এম টেক ডিগ্রি অথবা পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৩৫ বছরের মধ্যে।

প্রোজেক্ট ম্যানেজার/ প্রোগ্রাম ম্যানেজার/ প্রোগ্রাম ডেলিভারি ম্যানেজার/ নলেজ পার্টনার/ প্রোডাকশন সার্ভিস অ্যান্ড আউটরিচ ম্যানেজার: মোট শূন্যপদ ৪০টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ৬০ শতাংশ নম্বর সহ বি ই/ বি টেক অথবা ৬০ শতাংশ নম্বর সহ সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা এম ই/ এম টেক ডিগ্রি অথবা পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৯-১৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৫০ বছরের মধ্যে।

সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ার/ মডিউল লিড/ প্রোজেক্ট লিড/ প্রোডাকশন সার্ভিস অ্যান্ড আউটরিচ অফিসার: মোট শূন্যপদ ২০০টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ৬০ শতাংশ নম্বর সহ বি ই/ বি টেক অথবা ৬০ শতাংশ নম্বর সহ সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা এম ই/ এম টেক ডিগ্রি অথবা পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৩-৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৪০ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা/ স্কিল টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে https://careers.cdac.in/advt-details/CORP-3112023-E58YK ওয়েবসাইটের মাধ্যমে, ২০ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় নথিপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here