কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আইটিআই, গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা পাশ প্রার্থীদের থেকে বিভিন্ন শাখার ৫৭ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।
আইটিআই অ্যাপ্রেন্টিস: মোট আসন ৪১টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের আইটিআই সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: মোট আসন ১৪টি। এআইসিটিই/ স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনিক্যাল ডিসিপ্লিনের পুরো সময়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মোট আসন ২টি। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৯ থেকে ৩০ বছরের মধ্যে। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। সবক্ষেত্রেই স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ নিয়ম অনুযায়ী।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে আইটিআই অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে https://apprenticeshipindia.org এবং টেকনিক্যাল/ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে https://portal.mhrdnats.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। সঠিকভাবে দরখাস্ত পূরণ করার পর তার প্রিন্ট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ১০ ফেব্রুয়ারির মধ্যে। এই ঠিকানায়: Deputy General Manager (HR), Parbati-II HE Project, Nagwain, Distt.- Mandi, Himachal Pradesh, Pin- 175121. এছাড়া হাতে-হাতে ওই ঠিকানায় রাখা ড্রপবক্সেও দরখাস্ত জমা করতে পারেন।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে