Home Central Government বর্ডার রোড অর্গানাইজেশনে ৫৬৭ মেকানিক, অপারেটর

বর্ডার রোড অর্গানাইজেশনে ৫৬৭ মেকানিক, অপারেটর

32
0
BRO
BRO

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রেডিও মেকানিক, অপারেটর কমিউনিকেশন, ভেহিকল মেকানিক সহ বিভিন্ন পদে ৫৬৭ জনকে নিচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনে। এটি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। কেবলমাত্র পুরুষরাই আবেদন করতে পারেন।

রেডিও মেকানিক: শূন্যপদ ২টি। অপারেটর কমিউনিকেশন: শূন্যপদ ১৫৪টি। ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট: শূন্যপদ ৯টি। ভেহিকল মেকানিক: শূন্যপদ ২৩৬টি। এমএসডব্লিউ ড্রিলার: শূন্যপদ ১১টি। এমএসডব্লিউ ম্যাসন: শূন্যপদ ১৪৯টি। এমএসডব্লিউ পেইন্টার: শূন্যপদ ৫টি। এমএসডব্লিউ মেস ওয়েটার: শূন্যপদ ১টি।

মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট শাখার আইটিআই সার্টিফিকেটধারী হলে এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পাবেন।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://bro.gov.in ওয়েবসাইটে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার যাবতীয় নথি সহ আবেদনপত্র পাঠাবেন ১৩ ফেব্রুয়ারির মধ্যে। এই ঠিকানায়: Commandant, BRO School & Centre, Dighi Camp, Pune – 411 015. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 04/2022. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here