কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে, মোট ৭টি ট্রেডের জন্য, ৫৫০ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে কাপুরথালা, রেল কোচ ফ্যাক্টরিতে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে। আবেদন করতে হবে অনলাইনে ফর্ম পূরণ করে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন রেলওয়ে বোর্ডের নিয়ম অনুযায়ী এবং বাসস্থানের ব্যবস্থা নিজেকেই করতে হবে।
ট্রেনিং হবে- ফিটার, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ইলেক্ট্রিশিয়ান, এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক, মেশিনিস্ট, পেইন্টার (জেনারেল) এবং কার্পেন্টার ট্রেডে।
১০+২ সিস্টেমে, মোট অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে, মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা এনসিভিটি -র দেওয়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারবেন। ৩১.০৩.২০২৩ তারিখের হিসেবে বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
প্রার্থিবাছাই হবে মেধাতালিকা প্রস্তুত করে। মেধাতালিকা প্রস্তুত হবে মাধ্যমিক/ সমতুলে এবং আইটিআই নম্বরের ভিত্তিতে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হলে, যাবতীয় মূল প্রমাণপত্র যাচাই করা হবে। মেডিক্যাল সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটে কেন্দ্রীয়/ রাজ্য সরকারি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সার্জেন বা তার উপরের পদাধিকারীর সই চাই।
আবেদনের ফি বাবদ অনলাইনে ১০০ টাকা দেবেন অনলাইন ফর্ম পূরণের ২ (কাজের) দিন পর ফর্মে দেওয়া লিঙ্কের মাধ্যমে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ এসবিআই চালান ইত্যাদি ব্যবহার করে। ট্রানজাকশন চার্জ প্রার্থীকেই বহন করতে হবে। ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে রাখবেন। তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলাদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে www.rcf.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৪ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করার সময় গত ৩ মাসের মধ্যে তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবির স্ক্যান আপলোড করতে হবে। আবেদনপত্র জমা, প্রিন্ট নেওয়ার ক্ষেত্রে কোনও রকম অসুিবধা হলে ফোন করতে পারেন ০১৮২২-২২৭৭৩৪, ২২৭৭৩৬ নম্বরে। ফোন করে এক্সটেনশন নম্বর ৯২৭০৬ ডায়াল করতে হবে। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে