কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫২৬ জনকে নিচ্ছে ইসরোতে। নিয়োগ হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা/মহাকাশ বিভাগের যে কোনও কেন্দ্র/ইউনিট-এ।
শিক্ষাগত যোগ্যতা – (পোস্ট নং ১, ৩ এবং ৫ -এর জন্য): অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল সিজিপিএ নিয়ে পাশ করা গ্র্যাজুয়েট এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। (পোস্ট নং ২, ৪ এবং ৬ -এর জন্য): অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল সিজিপিএ নিয়ে পাশ করা গ্র্যাজুয়েট। অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল সিজিপিএ নিয়ে কমার্সিয়াল/ সেক্রেটারিয়াল প্র্যাক্টিসের ডিপ্লোমাধারী, স্টেনো-টাইপিস্ট/ স্টেনোগ্রাফার হিসেবে অন্তত ১ বছরের অভিজ্ঞতা এবং ইংলিশ স্টেনোগ্রাফিতে মিনিটে অন্তত ৫০টি শব্দের গতি আর কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। ০৯.০১.২০২৩ তারিখের হিসেবে বয়স ২৮ বছরের মধ্যে। বয়সের ছাড় আছে।
একাধিক পদে আবেদন করতে পারেন। শর্ত হল – একজন প্রার্থী একই বা ভিন্ন জোনের অধীনে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু ভিন্ন জোনে একই পদের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনের ফি ১০০ টাকা। দেবেন অনলাইনে ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড -এর মাধ্যমে কিংবা অফলাইনে চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্কে, ১১ জানুয়ারির মধ্যে। পেমেন্টের ২৪ ঘণ্টা পর রসিদের প্রিন্ট নিতে পারবেন।
আবেদন করবেন কেবলমাত্র অনলাইনে https://www.isro.gov.in ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কে গিয়ে, ০৯.০১.২০২৩ তারিখের মধ্যে। রেজিস্ট্রেশন করলে একটি অনলাইন রেজিস্ট্রেশন নম্বর পাবেন। এটি যত্ন করে লিখে রাখবেন। এরজন্য বৈধ ই-মেল আইডি থাকা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি নং ISRO:ICRB:02(A-JPA):2022.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে