কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল অফিসার এবং স্টাফ নার্স-পলিক্লিনিক পদে ৫০৫ জনকে নিচ্ছে উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ২৪০টি। স্বীকৃত এএনএম কোর্স পাশ এবং ডব্লুবি নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। অথবা আইএনসি স্বীকৃত জিএনএম কোর্স পাশ এবং ডব্লুবি নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড এবং সঙ্গে বাংলায় সাবলীল এবং উত্তর ২৪ পরগানার স্থায়ী বাসিন্দা হতে হবে। ১-১-২৩ তারিখের হিসেবে বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে। মাইনে ১৩,০০০ টাকা।
মেডিক্যাল অফিসার-XV-FC: শূন্যপদ ২২৬টি (অসং ৫১, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি-এ ৭, ওবিসি-বি ৬)। ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ এমবিবিএস ডিগ্রিধারী এবং ডব্লুবি মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। ১-১-২০২৩ তারিখের হিসেবে বয়স ৬৭ বছরের মধ্যে। মাইনে ৬০,০০০ টাকা।
স্টাফ নার্স-পলিক্লিনিক: শূন্যপদ ৩৯টি (অসং ২৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৩, ওবিসি-এ ৪)। আইএনসি/ ডব্লুবি নার্সিং কাউন্সিল স্বীকৃত জিএনএম ট্রেনিং কোর্স পাশ। অথবা বি.এসসি. নার্সিং পাশ ও ডব্লুবি নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে। ১-১-২০২৩ তারিখের হিসেবে বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে ২৫,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে।
আবেদন করবেন অনলাইনে অনলাইনে www.north24parganashealth.org বা www.north24parganas.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১১ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য বৈধ ই-মেইল আইডি থাকা চাই। অনলাইন আবেদনের সময় ছবি, সই ও যাবতীয় প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে। ওয়েবসাইটে ঢুকে তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করে রেজিস্ট্রেশন করবেন। এরপর ফি বাবদ ১০০ (তফশিলি/ ওবিসি হলে ৫০) টাকা জমা দিয়ে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে রাখবেন। পরে কাজে লাগবে। এই নিয়োগের মেমো নং CHMO/N24PGS/NHM/Rec./6667. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইট গুলিতে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে