Home Bank/Rail সেন্ট্রাল ব্যাঙ্কে ৫,০০০ ট্রেনি অ্যাপ্রেন্টিস

সেন্ট্রাল ব্যাঙ্কে ৫,০০০ ট্রেনি অ্যাপ্রেন্টিস

7
0
Central Bank of India
Central Bank of India

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দেশের ৩২টি রাজ্যের বিভিন্ন রিজিয়নগুলিতে ৫,০০০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী। সফল ট্রেনিং শেষে ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী নিয়োগের সুযোগ রয়েছে।

পশ্চিমবঙ্গে: মোট আসন ৩৬২টি। আন্দামান ও নিকোবরে: মোট আসন ১টি। গুজরাটে: মোট আসন ৩৪২টি। দাদরা ও নগরহাভেলি এবং দমন ও দিউয়ে: মোট আসন ৩টি। মধ্যপ্রদেশে: মোট আসন ৫০২টি। ছত্তিশগড়ে: মোট আসন ১৩৪টি। চন্ডীগড়ে: মোট আসন ৪৩টি। হরিয়ানায়: মোট আসন ১০৮টি। পাঞ্জাবে: মোট আসন ১৫০টি।

জম্মু ও কাশ্মীরে: মোট আসন ২৬টি। হিমাচলপ্রদেশে: মোট আসন ৬৩টি। তামিলনাড়ুতে: মোট আসন ২৩০টি। পদুচেরিতে: মোট আসন ১টি। কেরালায়: মোট আসন ১৩৬টি। রাজস্থানে: মোট আসন ১৯২টি। উত্তরাখণ্ডে: মোট আসন ৪১টি। দিল্লিতে: মোট আসন ১৪১টি। অসমে: মোট আসন ১৩৫টি। মণিপুরে: মোট আসন ৯টি। নাগাল্যান্ডে: মোট আসন ৭টি। অরুণাচলপ্রদেশে: মোট আসন ৮টি। মিজোরামে: মোট আসন ২টি। মেঘালয়ে: মোট আসন ৮টি।

ত্রিপুরায়: মোট আসন ৬টি। কর্ণাটকে: মোট আসন ১১৫টি। তেলেঙ্গানায়: মোট আসন ১০৬টি। অন্ধ্রপ্রদেশে: মোট আসন ১৪১টি। ওড়িশায়: মোট আসন ১১২টি। সিকিমে: মোট আসন ১৬টি। উত্তরপ্রদেশে: মোট আসন ৬১৫টি। গোয়ায়: মোট আসন ৪৪টি। মহারাষ্ট্রে: মোট আসন ৬২৯টি। বিহারে: মোট আসন ৫২৬টি। ঝাড়খণ্ডে: মোট আসন ৪৬টি।

যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। যাঁরা পূর্বে এই ধরনের ট্রেনিং নিয়েছেন বা যাঁদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা আছে, তাঁরা আবেদন করবেন না। বয়স হতে হবে ৩১-৩-২০২৩ তারিখের হিসেবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড রুরাল/ সেমি-আর্বান ব্রাঞ্চের ক্ষেত্রে ১০,০০০ টাকা, আরবান ব্রাঞ্চের ক্ষেত্রে ১২,০০০ টাকা এবং মেট্রো ব্রাঞ্চের ক্ষেত্রে ১৫,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষার পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষা হবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ। সফল ট্রেনিং শেষে প্রার্থীদের থিওরেটিক্যাল এবং অন-জব- ট্রেনিংয়ের মাধ্যমে অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে। এতে সফল হলে পাবেন অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

আবেদন করবেন অনলাইনে https://www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩ এপ্রিলের মধ্যে। প্রথমে প্রার্থীর নিজের প্রোফাইল তৈরি করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৮০০ (তফশিলি ও মহিলাদের ক্ষেত্রে ৬০০ এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪০০) টাকা। এছাড়া জিএসটি বা অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। আরও বিস্তারিত জানতে পারবেন https://www.centralbankofindia.co.in ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here