Home Bank/Rail ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫০০ প্রবেশনারি অফিসার

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫০০ প্রবেশনারি অফিসার

63
0
Bank Of India
Bank Of India

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রবেশনারি অফিসার পদে ৫০০ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে জেনারেল ব্যাঙ্কিং অফিসার (জিবিও) এবং স্পেশ্যালিস্ট অফিসার (এসও) -এর জুনিয়র ম্যানেজেমন্ট গ্রেড স্কেল-ওয়ান পদে।

মোট শূন্যপদের মধ্যে থেকে সাধারণ ১৯৮, তফশিলি জাতি ৭৬, তফশিলি উপজাতি ৪০, ওবিসি ১৩৮, আর্থিকভাবে দুর্বল ৪৮ এবং এদের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ২৪)।

যে কোনও শাখার ডিগ্রি (গ্র্যাজুয়েশন) ধারী প্রার্থীরা ক্রেডিট অফিসার পদে আবেদন করতে পারেন।

নির্ধারিত ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ৪ বছরের ডিগ্রিধারী হলে। অথবা যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা নির্ধারিত শাখার একটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে। অথবা যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা DOEACC ‘B’ পাশ হলে আইটি অফিসার পদে আবেদন করতে পারেন। ওপরে বলা ২টি পদের ক্ষেত্রে ১-২-২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৯ বছরের মধ্যে। মূল মাইনে ৩৬,০০০ – ৬৩,৮৪০ টাকা।

প্রার্থিবাছাই হবে অনলাইন টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে।

ফি বাবদ তফশিলি/ প্রতিবন্ধীরা দেবেন কেবল ইন্টিমেশন চার্জ ১৭৫ টাকা। বাকিরা আবেদনের ফি ও ইন্টিমেশন চার্জ বাবদ দেবেন ৮৫০ টাকা। ফি দেবেন অনলাইনে ২৫ ফেব্রুয়ারির মধ্যে।

আবেদন করবেন অনলাইনে www.bankofindia.co.in ওয়েবসাইটের ‘CAREER’ লিঙ্ক এবং “Recruitment of Probationary Officers in JMGS-I
Project No. 2022-23/3 Notice dated 01.02.2023” লিঙ্কে ক্লিক করে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 2022-23/3. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটগুলিতে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here