কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দেশের রাজ্যে ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসগুলিতে লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রায় ৪,৫০০ জন তরুণ-তরুণীকে নিয়োগ করা হবে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (১০+২), ২০২২ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন।
বয়স হতে হবে ১-১-২০২২ তারিখে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১-১৯৯৫ থেকে ১-১-২০০৪ এর মধ্যে।
মূল মাইনে লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ১৯,৯০০-৬৩,২০০। ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ২৫,৫০০-৮১,১০০ টাকা।
যে-কোনো শাখায় দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমতুল প্রার্থীরা আবেদন করতে পারেন। ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও) পদের ক্ষেত্রে ডেটা এন্ট্রিতে ৮,০০০ কী ডিপ্রেশনের গতি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে মিনিটে ৩৫টি এবং হিন্দিতে মিনিটে ৩০টি শব্দের গতি থাকা চাই।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও টাইপিং টেস্ট/ স্কিল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পূর্বাঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলি হল— কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কল্যাণী, পোর্ট ব্লেয়ার, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বালাসোর ইত্যাদি। এছাড়া দেশের অন্যান্য রাজ্যেও পরীক্ষা কেন্দ্র আছে।
আবেদন করবেন অনলাইন http://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ৪ জানুয়ারির মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। এসবিআই চালান/ নেট ব্যাঙ্কিং, ভিম ইউপিআই, যে-কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের (ভিসা, মাস্টার, মায়েস্ট্রো, রুপে) মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে। মহিলা, তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে