Home Bank/Rail স্টেট ব্যাঙ্কে ৪৩৯ স্পেশ্যালিস্ট অফিসার

স্টেট ব্যাঙ্কে ৪৩৯ স্পেশ্যালিস্ট অফিসার

78
0
SBI
SBI

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ৪৩৯ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই)। নীচের মতো যোগ্যতার ভারতীয় পুরুষ/ মহিলারা আবেদন করতে পারেন। আবেদন করতে হবে অনলাইনে।

কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ওপরের যে কোনও বিষয়ে বি.ই/ বি.টেক. ডিগ্রি বা সমতুল ডিগ্রিধারী। অথবা কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স/ ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক/ এম.এসসি. বা সমতুল ডিগ্রিধারী হতে হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য পছন্দের/ বাধ্যতামূলক কোয়ালিফিকেশন/ সার্টিফিকেশন, ৩০.০৪.২০২৩ তারিখের হিসেবে পোস্ট কোয়ালিফিকেশন প্রয়োজনীয় অভিজ্ঞতা, বাধ্যতামূলক/ পছন্দের নির্দিষ্ট স্কিল, কাজের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

প্রার্থিবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যেমে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় খুঁটিনাটি তথ্য/ প্রমাণপত্র মূল প্রমাণপত্রের সঙ্গে যাচাই করা হবে। কললেটার ডাউনলোড করতে হবে। ইন্টারভিউ কললেটার পাঠানো হবে কেবলমাত্র ই-মেলের মাধ্যমে। পরীক্ষা হবে সম্ভাব্য ২০২৩ –এর ডিসেম্বরে বা ২০২৪ –এর জানুয়ারি মাসে।

জেএমজিএস-I পদের মাইনে ৩৬,০০০ – ৬৩,৮৪০ টাকা। এমএমজিএস-II পদের মাইনে ৪৯,১৭০ – ৬৯,৮১০ টাকা। এমএমজিএস-III পদের মাইনে ৬৩,৮৪০ – ৭৮,২৩০ টাকা। এসএমজিএস-IV পদের মাইনে ৭৬,০১০ – ৮৯,৮৯০ টাকা। এসএমজিএস-V পদের মাইনে ৮৯,৮৯০ – ১,০০,৩৫০ টাকা।

ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফসিলি/ প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। ট্রানজাকশন চার্জ (যদি থাকে) প্রার্থীকেই দিতে হবে।

আবেদন করবেন অনলাইনে হবে https://bank.sbi/web/careers/current-openings কিংবা https://www.sbi.co.in/web/careers/ current-openings ওয়েবসাইটের মাধ্যমে, ৬ অক্টোবরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। একটি পদে আবেদন করবেন। আবেদনের পদ্ধতি, প্রমাণপত্র, ছবি, সই ইত্যাদি আপলোড বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/SCO/2023-24/14.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here