কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ওয়ার্কশপ, ডিপো, লোকো শেড ইত্যাদিতে ৪,১০৩ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে দক্ষিণ-মধ্য রেলে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস ১৯৬২ অনুযায়ী।
এসি মেকানিক: আসন ২৫০টি। কার্পেন্টার: আসন ১৮টি। ডিজেল মেকানিক: আসন ৫৩১টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ১,০১৯টি। ইলেক্ট্রনিক মেকানিক: আসন ৯২টি। ফিটার: আসন ১,৪৬০টি। মেশিনিস্ট: আসন ৭১টি। মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: আসন ৫টি। মিলরাইট মেন্টেন্যান্স: আসন ২৪টি। পেইন্টার: আসন ৮০টি। ওয়েল্ডার: আসন ৫৫৩টি।
অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০-১২-২০২২ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
ট্রেনিংয়ের মেয়াদ ও স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ নিয়ম অনুযায়ী।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে http://34.93.184.238/instructions.php ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ জানুয়ারির মধ্যে। ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: SCR/ P-HQ/ RRC/ 111/ Act. App/2022. আরও বিস্তারিত জানতে পারবেন www.scr.indianrailways.gov.in ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে