Home Central Government ভারতীয় ডাকবিভাগে ৪০,৮৮৯ গ্রামীণ ডাকসেবক

ভারতীয় ডাকবিভাগে ৪০,৮৮৯ গ্রামীণ ডাকসেবক

43
0
India Post
India Post

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রামীণ ডাকসেবক হিসেবে ৪০,৮৮৯ জন তরুণ-তরুণীকে নিচ্ছে ভারতীয় ডাকবিভাগের বিভিন্ন রিজিয়নে। নিয়োগ হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাকসেবক পদে।

এরমধ্যে সার্কেল অনুযায়ী শূন্যপদ –পশ্চিমবঙ্গে: ২,১২৭টি, অসমে: ৪০৭টি, বিহারে: ১,৪৬১টি, উত্তর-পূর্বাঞ্চলে: ৯২৩টি, ওড়িশায়: ১,৩৮২টি। এছাড়া বাকি শূন্যপদগুলি রয়েছে দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকায়।

অঙ্ক ও ইংরিজি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ এবং যে রিজিয়নের জন্য আবেদন করবেন মাধ্যমিক পর্যন্ত সেখানকার স্থানীয় ভাষা মাধ্যমিক পর্যন্ত পরে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে প্রার্থীর কম্পিউটার ও সাইকেল চালানোর জ্ঞান সহ অন্য সূত্র থেকে আয়ের উৎস থাকতে হবে।

১৬-২-২০২৩ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়। মূল মাইনে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে ১২,০০০ – ২৯,৩৮০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাকসেবক পদের ক্ষেত্রে ১০,০০০ – ২৪,৪৭০ টাকা।

ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে যে পোস্ট অফিসের জন্য আবেদন করবেন, বাছাই হলে নিয়োগের আগে সেই পোস্ট অফিস এলাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা নিজেকে করতে হবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাকসেবক পদের প্রার্থীদের সংশ্লিষ্ট পোস্ট অফিসের বিতরণী এলাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা করে নিতে হবে। উভয়ক্ষেত্রেই নিয়োগের আগে বাসস্থানের প্রমাণপত্র দাখিল করতে হবে।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। পরে নথিপত্র যাচাইয়ের সময় যাবতীয় নথিপত্রের মূলগুলি ও সেগুলির ২ সেট স্বপ্রত্যয়িত জেরক্স লাগবে।

আবেদন করবেন অনলাইনে www.indiapostgdsonline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদনের আগে ছবি ও সই স্ক্যান করে রাখবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি ১০০ টাকা। দেবেন অনলাইনে ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও ট্রান্সজেন্ডারদের ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 17-21/2023-GDS. দরখাস্তে সংশোধন করতে পারবেন ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি। আরও বিস্তারিত তথ্য ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন ও পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here