Home Engineering টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স করিয়ে সেনায় ৪০ অফিসার

টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স করিয়ে সেনায় ৪০ অফিসার

16
0
Indian army
Indian army

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৩৮তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স করিয়ে ৪০ জন অবিবাহিত তরুণকে নিচ্ছে ভারতীয় সেনায়। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কোর্সটি শুরু হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে।

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক ডিগ্রি কোর্স পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফাইনাল ইয়ারের ছাত্ররাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। ১-১-২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে।

প্রথমে কোর্স শুরুর দিন থেকে ৪৯ সপ্তাহের ট্রেনিং হবে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে। সফল ট্রেনিং শেষে মূল মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। ইন্টারভিউ ৫ দিন পর্যন্ত চলতে পারেন।

আবেদন করবেন অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ মে-র মধ্যে। এই জন্য প্রার্থীরা একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবার ফাইনাল সাবমিশন করে রোল নম্বর সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্ট নিয়ে নেবেন। পরে কাজে লাগবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here