কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের পদে ৩৯৫ জন ইঞ্জিনিয়ার নিচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিকমে। এটি ভারত সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। নিয়োগ হবে ১ বছরের জন্য নির্দিষ্ট মেয়াদ ভিত্তিক শূন্যপদে, বিভিন্ন প্রোজেক্টে, দিল্লি ও বেঙ্গালুরুতে। নিযুক্ত প্রার্থীর সন্তোষজনক কাজ এবং প্রোজেক্টের প্রয়োজনে মেয়াদ আরও ১ বছরের জন্য বাড়তে পারে।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: মোট শূন্যপদ ৩৯৫টি। প্রতিটি পদের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কাজের দায়িত্ব সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। সমস্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে রেগুলারে, এআইসিটিই/ ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা ডিমড বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে। দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণি ও গ্র্যাজুয়েট স্তরে অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। ২৯-১১-২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তফশিলি/ ওবিসি/ আর্থিকভাবে দুর্বল/শারীরিক প্রতিবন্ধী বা প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। থোক পারিশ্রমিক মাসে ১,০০,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, বয়স, আকাডেমিক স্কোর, সংশ্লিষ্ট অভিজ্ঞতা ইত্যাদির ওপর ভিত্তি করে। প্রয়োজনে নির্বাচন কমিটি বৈধ সময়ের জন্য অপেক্ষা তালিকায় নাম রাখতে পারে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনও যাতায়াতের খরচ পাবেন না। পরবর্তীতে অফিসিয়াল কাজে ভ্রমণের ক্ষেত্রে সপ্তম সিপিসি-র লেভেল ১০ -এর জন্য অনুমোদিত হারে যাতায়াতের খরচ পাবেন।
আবেদন করবেন অনলাইনে https://cdotrecruitment.cdot.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৯.১১.২০২৩ তারিখের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে || লিঙ্ক ১ || লিঙ্ক ২ || লিঙ্ক ৩ || লিঙ্ক ৪ ||