Home Central Government পরীক্ষার মাধ্যমে ডিফেন্স ও ন্যাভাল অ্যাকাডেমিতে ৩৯৫

পরীক্ষার মাধ্যমে ডিফেন্স ও ন্যাভাল অ্যাকাডেমিতে ৩৯৫

42
0
UPSC
UPSC

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ) এবং নেভাল একাডেমি (এনএ) পরীক্ষা (ওয়ান), ২০২৩ -এর মাধ্যমে ৩৯৫ জনকে বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপএসসি)।

এনডিএ -র আর্মি উইংয়ের ক্ষেত্রে ১০+২ প্যাটার্নে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। অন্যদিকে, এনডিএ -র এয়ার ফোর্স, ন্যাভাল উইং এবং ১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিমের ক্ষেত্রে ১০+২ প্যাটার্নে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। পরীক্ষা হবে কলকাতা, আগরতলা, পোট ব্লেয়ার সহ অন্যান্য রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে। অবজেক্টিভ টাইপ পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে।

শূন্যপদ – ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-র আর্মিতে শূন্যপদ ২০৮টি (মহিলা ১০), নেভিতে শূন্যপদ ৪২টি (মহিলা ৩)। এয়ারফোর্সের ১) ফ্লাইং ব্রাঞ্চে শূন্যপদ ৯২টি (মহিলা ২), ২) গ্রাউন্ড ডিউটিজ (টেক) -এ শূন্যপদ ১৮টি (মহিলা ২) এবং গ্রাউন্ড ডিউটি (নন-টেক) -এ শূন্যপদ ১০টি (মহিলা ২)। অন্যদিকে, ন্যাভাল অ্যাকাডেমি (১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিম) -এ কেবল পুরুষদের জন্য শূন্যপদ ২৫টি।

তফশিলি ও মহিলারা এবং জেওসি/ এনওসি/ ওআর -এর সন্তানরা ছাড়া বাকিদের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ১০ জানুয়ারির মধ্যে। অন্যদিকে, ব্যাঙ্কে নগদে ফি দিতে পারবেন ৯ জানুয়ারি পর্যন্ত।

আবেদন করবেন অনলাইনে http://upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১০ জানুয়ারি, ২০২৩, সন্ধে ৬টার মধ্যে। পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। দরখাস্ত পূরণের সময় আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি কিংবা কেন্দ্র/ রাজ্য সরকার প্রদত্ত অন্যকোনও সচিত্র পরিচয়পত্রের সম্পূর্ণ তথ্যের প্রয়োজন হবে।

দরখাস্ত প্রত্যাহার করতে পারবেন ১৮ থেকে ২৪ জানুয়ারি, ২০২৩ সন্ধে ৬টা পর্যন্ত। পদ্ধতি পাবেন পিডিএফে। ওটিপি পাবেন ২৪ জানুয়ারি, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। পরীক্ষা বিজ্ঞপ্তি নং ০৩/২০২৩ -এনডিএ-I তারিখ ২১-১২-২০২২। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন:: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here