Home Bank/Rail বেনারস লোকোমোটিভে ৩৭৪ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস

বেনারস লোকোমোটিভে ৩৭৪ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস

33
0
BLW
BLW

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৩৭৪ আসনে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিচ্ছে বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ –র অধীনে ট্রেনিং হবে আইটিআই এবং নন-আইটিআই প্রার্থীদের। মোট ৬টি ট্রেডে ট্রেনিং হবে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। আইটিআই, নন-আইটিআই দুটি ক্ষেত্রেই ওপরে বলা আসনের ৩ শতাংশ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

আইটিআই প্রার্থীদের জন্য মোট আসন ৩০০টি। নন-আইটিআই প্রার্থীদের জন্য মোট আসন ৭৪টি।

আইটিআই প্রার্থীদের ১০+২ সিস্টেমে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ এবং ২৬.১০.২০২৩ তারিখের আগে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হতে হবে। যাঁরা এবছর আইটিআই ফাইনাল পরীক্ষায় বসছেন তাঁরা আবেদনের যোগ্য নন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনও ওয়েটেজ দেওয়া হবে না। ২৫-১১-২০২৩ তারিখে বয়স – নন-আইটিআই প্রার্থীদের ১৫ থেকে ২২, আইটিআই পাশ প্রার্থীদের (ওয়েল্ডার এবং কার্পেন্টার ট্রেড ছাড়া) ১৫ থেকে ২৪ বছরের মধ্যে এবং ওয়েল্ডার এবং কার্পেন্টার ট্রেডের প্রার্থীদের ১৫ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

প্রতিটি ইউনিটে মেধাতালিকা অনুযায়ী প্রার্থিবাছাই হবে। মেধাতালিকা প্রস্তুত হবে মাধ্যমিক/ সমতুল পরীক্ষার নম্বরের ভিত্তিতে। নন-আইটিআই সিলেকশনের ক্ষেত্রে আইটিআই প্রার্থীদের বাছাই করা হবে কিন্তু আইটিআই স্কোরকে কোনও ওয়েটেজ দেওয়া হবে না। তবে তাঁদের সংশ্লিষ্ট ট্রেডের মার্কশিট/ সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন রেলওয়ে বোর্ড/ শ্রম মন্ত্রেকর নির্দেশ অনুযায়ী। প্রার্থিবাছাইয়ের শেষে ডাক্তারি পরীক্ষা।

২৫ নভেম্বরের মধ্যে ১০০ টাকা আবেদনের ফি দেবেন অনলাইনে। মহিলা/ তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না।

একটিমাত্র ট্রেডে (আইটিআই/ নন-আইটিআই) আবেদন করবেন অনলাইনে www.blw.indianrailways.gov.in বা https://apprenticeblw.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ নভেম্বর, বিকেল ৪:৪৫ –এর মধ্যে। এরজন্য যাবতীয় প্রমাণপত্রের ও ছবির স্ক্যান সাবমিট করতে হবে। বাছাই প্রার্থীরা তাঁদের নামের তালিকা পাবেন BLW –র https://www.Indianrailways.gov.in ওয়েবসাইটে। নং DLW/Rectt./Act.Apprentice/46th batch/ ITI & Non ITI/22-23. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here