কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজার, জুনিয়র এক্সিকিউটিভ এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩৬৪ জনকে নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল ডিসিপ্লিনে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
ম্যানেজার (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ): মোট শূন্যপদ ২টি। জুনিয়র এক্সিকিউটিভ (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ): মোট শূন্যপদ ৪টি। হিন্দি/ ইংরেজির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংলিশ/ হিন্দি একটি বিষয়ে হিসেবে পড়ে থাকলে অথবা যে কোনও শাখার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি/ ইংলিশ মূল বা ঐচ্ছিক বিষয়ে হিসেবে পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ট্রান্সলেশনের কাজে ৫ (জুনিয়র এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ২) বছরের অভিজ্ঞতা থাকা চাই।
জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল): মোট শূন্যপদ ৩৫৬টি। ফিজিক্স ও ম্যাথমেটিক্স সহ ৩ বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা যে কোনও ইঞ্জিনিয়ারিং শাখার পুরো সময়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা যে কোনও একটি সেমিস্টারে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয়ে নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীর উচ্চমাধ্যমিক স্তরের ইংরেজিতে কথা বলতে ও লিখতে ন্যূনতম দক্ষতা থাকা চাই (প্রার্থীকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক স্তরে ইংলিশ বিষয়ে পাশ করে থাকতে হবে)।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ): মোট শূন্যপদ ২টি। হিন্দি/ ইংরেজির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি/ হিন্দি একটি বিষয়ে হিসেবে পড়ে থাকলে অথবা যে কোনও বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি ও ইংরেজি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ট্রান্সলেশনের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকে চাই।
বয়স হতে হবে ২১-১-২০২৩ তারিখের হিসেবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৩০ বছর, জুনির এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ২৭ বছর এবং ম্যানেজার পদের ক্ষেত্রে ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ম্যানেজার পদের ক্ষেত্রে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা, জুনিয়র এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৩৬,০০০ – ১,১০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই/ ভয়েজ টেস্ট/ সাইকোএক্টিভ সাবস্টেন্স টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে www.aai.aero ওয়েবসাইটের মাধ্যমে, ২২ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারির মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা ও যাঁরা এয়ারপোর্ট অথরিটি থেকে ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ সম্পূর্ণ করেছেন তাঁদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 08/2022. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে