কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে ৩২২ জনকে নিচ্ছে ৫ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে। প্রার্থিবাছাই হবে সর্বভারতীয় “সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (অ্যাসিস্ট্যন্ট কম্যান্ড্যান্টস) এক্সামিনেশন, ২০২৩” -র মাধ্যমে। পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। তরুণ-তরুণী উভয়েই আবেদনের যোগ্য।
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ): শূন্যপদ ৮৬, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ): শূন্যপদ ৫৫, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ): শূন্যপদ ৯১, ইন্দাে-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি): শূন্যপদ ৬০ এবং সশস্ত্র সীমাবলে (এসএসবি): শূন্যপদ ৩০।
যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারী পুরুষ ও মহিলারা ১-৮-২০২৩ তারিখের হিসেবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক/ শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষার ও ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ৬ আগস্ট। কলকাতা, আগরতলা, কটক, জোরহাট-সহ দেশের মোট ৪৫টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় দুটি পেপার। এরপর শারীরিক মাপজোক/ শারীরিক সক্ষমতার পরীক্ষা। তারপর ডাক্তারি পরীক্ষা এবং সফলদের ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্ট। চূড়ান্ত বাছাই/ মেধাতালিকা প্রস্তুত হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে।
পরীক্ষার ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। মহিলা/ তফশিলি/ প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রিডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং অথবা স্টেট ব্যাঙ্কের চালানের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ মে-র মধ্যে। নিজের প্রোফাইলে কোনও পরিবর্তন করতে চাইলে তা করতে পারবেন ২৫ মে। আবেদনপত্রে কোনও ত্রুটি সংশোধন করতে পারবেন ১৭ থেকে ২৩ মে পর্যন্ত। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 09/2023-CPF. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে