কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সিনিয়র আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার (ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদিক হেলথ সার্ভিস) পদে ৩২ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। অস্থায়ী পদে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে। পরে স্থায়ী হতে পারে। মেধাতালিকা প্রকাশের আগে শূন্যপদের সংখ্যা কমতে বা বাড়তে পারে।
সিনিয়র আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার: মোট শূন্যপদ ৩২টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদের ৫ বছরের ডিগ্রিধারী হলে অথবা ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট ১৯৭০ -এর অধীনে সমতুল ডিগ্রিধারী হলে এবং বাংলা বলতে ও লিখতে জানলে আবেদন করতে পারেন। আয়ুর্বেদের স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট এবং সঙ্গে আয়ুর্বেদ মেডিক্যাল অফিসার পদে কোনও আয়ুর্বেদিক ইনস্টিটিউশন/ হাসপাতালে অন্তত ৬ মাসের হাউজ স্টাফের অভিজ্ঞতা থাকলে অথবা রেজিস্টার্ড আয়ুর্বেদিক প্র্যাক্টিশনার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো।
১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরাও আবেদনের যোগ্য। মাইনে ১৫,৬০০ – ৪২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।
অনলাইন আবেদেনর ফি বাবদ কেবলমাত্র গভার্ণমেন্ট রিসিপ্ট পোর্টাল (জিআরআইপিএস)-এর মাধ্যমে ২১০ টাকা দিতে হবে। পশ্চিমবঙ্গের তফশিলি প্রার্থীদের ফি দিতে হবে না।
প্রার্থীকে অবশ্যই পশ্চিম বঙ্গ আয়ুর্বেদিক পরিষদের স্টেট রেজিস্টার অফ আয়ুর্বেদিক মেডিক্যাল প্র্যাক্টিশনার -এর পার্ট-এ -তে অথবা সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিনের সেন্ট্রাল রেজিস্টারের পার্ট-ওয়ানে রেজিস্টার্ড হতে হবে।
প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার ক্ষেত্রে কীভাবে নম্বর দেওয়া হবে তার বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
অনলাইন রেজিস্ট্রেশন এবং দরখাস্ত সাবমিট করবেন www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ ডিসেম্বর, দুপুর ২টার মধ্যে। আবেদন চূড়ান্তভাবে সাবমিট করার আগে পর্যন্ত এডিট করতে পারবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং R/SAMO/34/2022. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে