Home Bank/Rail ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৩১৪ অ্যাপ্রেন্টিস

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৩১৪ অ্যাপ্রেন্টিস

42
0
Bank-of-Maharashtra
Bank-of-Maharashtra

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ৩১৪ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে। ট্রেনিং হবে এপ্রেন্টিসেস এক্ট ১৯৬১ অনুযায়ী। ট্রেনিং হবে দেশের বিভিন্ন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে।

পশ্চিমবঙ্গে: আসন ৫টি। অন্ধ্রপ্রদেশে: আসন ১০টি। চন্ডিগড়ে: আসন ২টি। ছত্রিশগড়ে: আসন ২টি। দিল্লিতে: আসন ১০টি। গোয়ায়: আসন ৪টি। গুজরাটে: আসন ৬টি। কর্ণাটকে: আসন ৮টি। মধ্যপ্রদেশে: আসন ২২টি। মহারাষ্ট্রে: আসন ২০৭টি। পাঞ্জাবে: আসন ৫টি। রাজস্থানে: আসন ৩টি। তামিলনাড়ুতে: আসন ১০টি। উত্তরপ্রদেশে: আসন ২০টি।

যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা স্থানীয় ভাষায় লিখতে, বলতে ও বুঝতে পারলে এবং মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক স্তরে সেই ভাষা একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে।

বয়স হতে হবে ৩১-৩-২০২২ তারিখের হিসেবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে উচ্চমাধ্যমিক/ ডিপ্লোমা পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে https://www.apprenticeshipindia.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ ডিসেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় নথি স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ১৫০ (তফশিলিদের ক্ষেত্রে ১০০) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: AX1/ST/RP/ Apprentices/ Notification-I/ 2022-23. আরও বিস্তারিত জানতে পারবেন https://bankofmaharashtra.in/ ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here