Home Central Government এনটিপিসি –তে ৩০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

এনটিপিসি –তে ৩০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

106
0
NTPC Limited
NTPC Limited

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন/ মেন্টেন্যান্স) পদে ৩০০ জনকে নিচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে। ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে নিয়োগ হবে E3 লেভেলে। নীচে মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। কাজ করতে হবে যে কোনও স্টেশন/ প্রোজেক্ট/ জেভি/ সাবসিডিয়ারিতে।

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ১২০টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ১২০টি। ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ৬০টি। নির্ধারিত ইঞ্জিনিয়ারিং শাখার বি.ই. / বি.টেক. ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে সরকারি প্রতিষ্ঠানে অন্তত ৭ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। কাজে যোগদানের আগে ডাক্তারি পরীক্ষা হবে।

প্রার্থিবাছাই হবে অনলাইন টেস্ট (৮৫% ওয়েটেজ) এবং ইন্টারভিউ (১৫% ওয়েটেজ) –এর মাধ্যমে। প্রয়োজনে অনলাইন স্ক্রিনিং/ শর্টলিস্টিং/ সিলেকশন টেস্ট হতে পারে বা ন্যূনতম যোগ্যতার মান বাড়ানো হতে পারে।

আবেদনের ফি বাবদ জেনারেল/ ইডব্লুএস/ ওবিসি প্রার্থীদের দিতে হবে ৩০০ টাকা। বাকিদের এই ফি দিতে হবে না। অফলাইনে ফি জমা দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন দিল্লির সিজিএ শাখায় 30987919993 অ্যাকাউন্ট নম্বরে। অনলাইনে ফি জমা দেবেন নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে careers.ntpc.co.in ওয়েবসাইট বা www.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ২ জুন, ২০২৩ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর বৈধ ই-মেল আইডি থাকা চাই। অনলাইন আবেদন করার পর প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে। অনলাইন দরখাস্তের প্রিন্টআউট, অন্য কোনও রকম প্রমাণপত্রের কপি ইত্যাদি ডাকে পাঠাবার প্রয়োজন নেই। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here