কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল অফিসার পদে ২৯৭ জনকে নিচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে। এটি ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, সশস্ত্র সীমাবল এবং অসম রাইফেলসে। শুরুতে ২ বছরের প্রবেশন।
সুপার স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (সেকেন্ড ইন কম্যান্ড): শূন্যপদ ৫টি। মেডিসিনের এমবিবিএস ডিগ্রিধারীরা যে কোনও স্টেট মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে এবং আবশ্যিক রোটেটরি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে সিডিউল-ওয়ানের সেকশন-‘এ’ ও সেকশন-‘বি’-তে উল্লিখিত সংশ্লিষ্ট স্পেশ্যালিটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী সহ ডিএম/ এম সিএইচ ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
সুপার স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (ডেপুটি কম্যান্ড্যান্ট): শূন্যপদ ১৮৫টি। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় সিডিউলের পার্ট-২’তে উল্লিখিত অ্যালোপ্যাথি সিস্টেমের মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবশ্যিক রোটেটরি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে এবং সিডিউল-ওয়ানের সেকশন-‘এ’ ও সেকশন-‘বি’-তে উল্লিখিত সংশ্লিষ্ট স্পেশ্যালিটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মেডিক্যাল অফিসার (অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট): শূন্যপদ ১০৭টি। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় সিডিউলের পার্ট-২’তে উল্লিখিত অ্যালোপ্যাথি সিস্টেমের মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবশ্যিক রোটেটরি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
শারীরিক মাপজোক হতে হবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতায় অন্তত ১৫৭.৫ (মহিলাদের ক্ষেত্রে ১৪২) সেমি। বুকের ছাতি কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৭ ও ৮২ সেমি। ওজন উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দূরের ক্ষেত্রে ভাল চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/১২। যা কাছের ক্ষেত্রে ভাল চোখে N6 ও খারাপ চোখে N6 মানের হওয়া চাই।
প্রার্থীবাছাই হবে নথিপত্র যাচাই, শারীরিক মাপজোকের পরীক্ষা, ও ইন্টারভিউয়ের মাধ্যমে। নথিপত্র যাচাইয়ের সময় যাবতীয় নথিপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন। ইন্টারভিউ হবে ১০০ নম্বরের।
আবেদন করবেন অনলাইনে https://www.recruitment.itbpolice.nic.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৪০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি ও মহিলাদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে