কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে ২,৮৫৯ জনকে নিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে। নিয়োগ হবে দেশের বিভিন্ন রিজিয়ন থেকে। প্রার্থীবাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে– যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা ইংরেজিতে মিনিটে ৩৫টি এবং হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ টাইপের গতি থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।
শূন্যপদগুলি হল– পশ্চিমবঙ্গে: ২২০টি। উত্তর-পূর্বাঞ্চলে: ৫৮টি। ওড়িশায়: ৫৩টি। অন্ধ্রপ্রদেশে: ৩৯টি। বিহারে: ৩৫টি। ছত্তিশগড়ে: ৪২টি। দিল্লিতে: ১২০টি। গুজরাটে: ১৯৭টি। গোয়ায়: ১৫টি। হিমাচলপ্রদেশে: ৩২টি। হরিয়ানায়: ১০৯টি। ঝাড়খণ্ডে: ৬৬টি। কর্ণাটকে: ২০৪টি। কেরলে: ১১৫টি। মহারাষ্ট্রে: ৪২২টি। মধ্যপ্রদেশে: ১০০টি। পাঞ্জাবে: ১২০টি। রাজস্থানে: ৫৯টি। তামিলনাড়ুতে: ৪১৬টি। তেলেঙ্গানায়: ১১৬টি। উত্তরাখণ্ডে: ১২টি। উত্তরপ্রদেশে: ১২৪টি।
স্টেনোগ্রাফার–মোট শূন্যপদ ১৮৫টি। অন্তত উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি শব্দের গতি থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে ২৫,৮০০ – ৮১,১০০ টাকা।
বয়স হতে হবে ২৬-৪-২০২৩ তারিখের হিসেবে অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রাথীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, স্কিল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://recruitment.nta.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ এপ্রিলের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৭০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি নং: A-12024/2/2021-EXAM/189 এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি নং: A-12024/3/2021-EXAM/188. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। স্টেনোগ্রাফার ।। সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ।।