Home Central Government ইউপিএসসি-র মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রকে ২৮২

ইউপিএসসি-র মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রকে ২৮২

42
0
UPSC
UPSC

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকে কেবিন সেফটি অফিসার, সায়েন্টিস্ট-বি, স্পেশ্যালিস্ট গ্রেড-থ্রি সহ আরও অন্যান্য পদের জন্য ২৮২ জনকে বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

(ভ্যাকান্সি নং ২৩০৫০৯০৯১১৩) মেডিক্যাল অফিসার: মোট শূন্যপদ ২৩৪টি। নিয়োগ হবে দিল্লি হেলথ সার্ভিসে। বয়স ৩২ বছরের মধ্যে। মাইনে লেভেল ১০ অনুযায়ী। সঙ্গে এনপিএ।

(ভ্যাকান্সি নং ২৩০৫০৯০২৪১৩) কেবিন সেফটি ইনস্পেক্টর: মোট শূন্যপদ ২০টি। বয়স ৪০ বছরের মধ্যে। স্থায়ী নিয়োগ হবে সিভিল এভিয়েশনে, জেনারেল সেন্ট্রাল সার্ভিসে। মাইনে লেভেল ১১ অনুযায়ী।

(ভ্যাকান্সি নং ২৩০৫০৯০৪২১৩) সায়েন্টিস্ট-বি: মোট শূন্যপদ ৭টি। বয়স ৩৫ বছরের মধ্যে। স্থায়ী নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতায় জেনারেল সেন্ট্রাল সার্ভিসে। মাইনে লেভেল ১০ অনুযায়ী।

(ভ্যাকান্সি নং ২৩০৫০৯০৫১১৩) স্পেশ্যালিস্ট গ্রেড-থ্রি (অপথ্যালমোলজি): মোট শূন্যপদ ১০টি । স্থায়ী নিয়োগ হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগে, সেন্ট্রাল হেলথ সার্ভিসে। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে লেভেল ১১ অনুযায়ী।

(ভ্যাকান্সি নং ২৩০৫০৯০৬১১৩) স্পেশ্যালিস্ট গ্রেড-থ্রি (সাইকিয়াট্রি): মোট শূন্যপদ ৩টি। স্থায়ী নিয়োগ হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগে, সেন্ট্রাল হেলথ সার্ভিসে। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে লেভেল ১১ অনুযায়ী।

(ভ্যাকান্সি নং ২৩০৫০৯০৭২১৩) অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট: মোট শূন্যপদ ৩টি। স্থায়ী নিয়োগ হবে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে, জেনারেল সেন্ট্রাল সার্ভিসে। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে লেভেল ৮ অনুযায়ী।

(ভ্যাকান্সি নং ২৩০৫০৯১০১১৩) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (হোমিওপ্যাথি): মোট শূন্যপদ ৫টি। স্থায়ী নিয়োগ হবে দিল্লি হেলথ সার্ভিসে। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে লেভেল ১০ অনুযায়ী।

শর্টলিস্টেড প্রার্থীদের থেকে প্রার্থিবাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যেমে। তারিখ জানানো হবে যথাসময়ে।

আবেদন করবেন http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১ জুন, ২০২৩ তারিখের মধ্যে। অনলাইন দরখাস্তের প্রিন্ট নেওয়ার শেষ তারিখ ২ জুন, ২০২৩। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং 09/2023. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here