Home Bank/Rail মধ্য রেলে ২,৪০৯ অ্যাপ্রেন্টিস

মধ্য রেলে ২,৪০৯ অ্যাপ্রেন্টিস

54
0
Central Railway
Central Railway

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ২,৪০৯ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে মধ্য রেলের ৫টি ক্লাস্টারের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো, ডিজেল শেড ও ওয়ার্কশপে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।

মুম্বাই ক্লাস্টারে: মোট আসন সংখ্যা ১,৬৪৯টি। পুনে ক্লাস্টারে: মোট আসন সংখ্যা ১৫২টি। নাগপুর ক্লাস্টারে: মোট আসন সংখ্যা ১১৪টি। সোলাপুর ক্লাস্টারে: মোট আসন সংখ্যা ৭৬টি। ভুসওয়াল ক্লাস্টারে: আসন সংখ্যা ৪১৮টি।

মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাথ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৯-৮-২০২৩ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন।

ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৭,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। সবশেষে হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। আবেদন করবেন অনলাইনে https://www.rrccr.com/ ওয়েবসাইটের মাধ্যমে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এছাড়া এসবিআই চালানের মাধ্যমেও নগদে ফি জমা করতে পারেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্ত নং: RRC/CR/AA/2024. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here