Home Bank/Rail স্টেট ব্যাঙ্কে ২১৭ স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার

স্টেট ব্যাঙ্কে ২১৭ স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার

11
0
SBI
SBI

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রেগুলার পদে মোট ১৮২ জনকে এবং বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট ভিপি, স্পেশ্যাল এক্সিকিউটিভ ও বিভিন্ন এক্সিকিউটিভের চুক্তি ভিত্তিক পদে মোট ৩৫ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে নবি মুম্বই/ হায়দরাবাদ, নবি মুম্বইয়ে।

রেগুলারে নিয়োগ হবে (এমএমজিএস-III), (এমএমজিএস-II)) এবং (জেএমজিএস-I) পদে। চুক্তি ভিত্তিক নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ভিপি, সিনিয়র স্পেশ্যাল এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ হবে। পরবর্তীতে মেয়াদ আরও ১ বছর বাড়তে পারে।

ওপরে বলা বিভিন্ন রেগুলার এবং চুক্তিভিত্তিক পদগুলির শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নির্দিষ্ট দক্ষতা, বয়স, প্রার্থিবাছাই পদ্ধতি, কাজের দায়িত্ব, মাইনে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নীচে বলা ওয়েবসাইটে।

জেএমজিএস-I এবং এমএমজিএস-II পদের ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

লিখিত পরীক্ষা হতে পারে জুন মাসে। কললেটার আপলোড হবে ব্যাঙ্কের ওয়েবসাইটে এবং পাঠানো হবে এসএমএস এবং ই-মেলে। ডাউনলোড করতে হবে। লিখিত পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের- আসানসোল, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি সহ দেশের অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলিতে।

আবেদনের ফি ও ইন্টিমেশন চার্জ ৭৫০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি, চার্জ দিতে হবে না। ১৯ মে, ২০২৩ তারিখের মধ্যে ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। ফি পেমেন্ট করে ই-রিসিপ্ট এবং আবেদনের ফর্ম -এর প্রিন্ট নেবেন, পরে কাজে লাগবে।

আবেদন করতে নিজের নাম রেজিস্টার করবেন অনলাইনে http://bank.sbi/web/careers বা http://www.sbi.co.in/web/careers ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ মে, ২০২৩ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন আবেদন করলে পাবেন রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। অনলাইন আবেদন করার সময় সংক্ষীপ্ত জীনবৃত্তান্ত, সচিত্র পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট ইত্যাদি সার্টিফিকেটের পিডিএফ এবং এখনকার তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি, কালো কালিতে করা সই ইত্যাদির স্ক্যান আপলোড করতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/SCO/2023-24/001. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here