Home Central Government ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ২১২ অ্যাপ্রেন্টিস

ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ২১২ অ্যাপ্রেন্টিস

7
0
ECIL
ECIL

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস হিসেবে ২১২ জনকে নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। হায়দরাবাদে, ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে ইসি, সিএস, মেকানিক্যাল, ইইই, ইআইই এবং সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায়। ১ বছরের ট্রেনিং শুরু হবে ২০২৩ -এর ২ জানুয়ারি থেকে। ট্রেনিং শেষে ইসিআইএল চাকরি দিতে বাধ্য নয়। আসন সংখ্যা কমতে বা বাড়তে পারে।

মোট আসন ২১২টি। এরমধ্যে- গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস (জিইএ) -র জন্য ১৫০টি এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসের জন্য ৫২টি। এআইসিটিই স্বীকৃত ভারতীয় কলেজ/ বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের বি.ই./ বি.টেক. কোর্স পাশ হলে জিইএ -র জন্য এবং ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারেন। ১ এপ্রিল, ২০২০ তারিখ বা তার পরে পাশ করে থাকতে হবে। ৩১-১২-২০২২ তারিখের হিসেবে বয়স ২৫ বছরের মধ্যে। নিয়মমতো বয়সের ছাড় আছে। স্টাইপেন্ড, গ্র্যাজুয়েট আ্যাপ্রেন্টিসদের মাসে ৯,০০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসে ৮,০০০ টাকা।

যাঁরা ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা অ্যাপ্রেনিটশিপ অ্যাক্ট, ১৯৬১-র অধীনে এখন নিচ্ছেন তাঁরা আবেদন করবেন না। ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হলে নাম প্রত্যাহার করা যাবে না।

প্রার্থিবাছাই হবে বি.ই/ বি.টেক. -এর এবং ডিপ্লোমার নম্বরের ভিত্তিতে। সিজিপিএ -র ক্ষেত্রে কলেজ/ বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সিজিপিএ থেকে নম্বর শতাংশ রূপান্তর শংসাপত্র দাখিল করতে হবে। প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেখা যাবে ২৮ ডিসেম্বর। যোগদানের আনুষ্ঠানিকতা শেষ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

ইসিআইএল অনলাইন পোর্টাল careers.ecil.co.in -এর মাধ্যমে প্রার্থীদের (বাধ্যতামূলক) NATS পোর্টালে নিজের নাম তালিকাভুক্ত করতে হবে। আবেদন করবেন ২৬ ডিসেম্বর, রাত ১০টার মধ্যে। বিজ্ঞপ্তি নং ২৭/ ২০২২, তারিখ ১৬-১২-২০২২। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here