কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ২০৬ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সে। এটি ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীনস্থ একটি সংস্থা। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।
ফিটার: আসন ৪২টি। টার্নার: আসন ৩২টি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্লান্ট): আসন ৬টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ১৫টি। মেশিনিস্ট: আসন ১৬টি। মেশিনিস্ট (গ্রাইন্ডার): আসন ৮টি। অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্লান্ট): আসন ১৫টি। কেমিক্যাল প্লান্ট অপারেটর: আসন ১৪টি। ইনস্ট্রুমেন্ট মেকানিক: আসন ৭টি। মোটর মেকানিক: আসন ৩টি। স্টেনোগ্রাফার (ইংলিশ): আসন ২টি। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: আসন ১৬টি। ওয়েল্ডার: আসন ১৬টি। মেকানিক ডিজেল: আসন ৪টি। কার্পেন্টার: আসন ৬টি। প্লাম্বার: আসন ৪টি।
দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০-৯-২০২৩ তারিখের হিসেবে অন্তত ১৮ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড ৮,০৫০ বা ৭,৭০০ টাকা।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে https://www.apprenticeshipindia.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: NFC/R-III/1/5/2023. আরও বিস্তারিত জানতে পারবেন https://www.nfc.gov.in/ ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে