আজকের রাশিফল
শুক্রবার ২৫ ফাল্গুন ১৪২৯; ই: ১০ মার্চ ২০২৩
♈/মেষ (Aries): আজ বন্ধুদের সঙ্গে কোনও অনুষ্ঠানে প্রচুর অর্থ ব্যয়...
সুপ্রভাত
আজঃ শুক্রবার ২৫ ফাল্গুন ১৪২৯; ই: ১০ মার্চ ২০২৩
জন্মদিনঃ রাধাকান্ত দেব
তিথি: কৃষ্ণ তৃতীয়া,...
ক্রিপ্টো নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত
ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল সম্পদ লেনদেনের ক্ষেত্রে এবার থেকে প্রয়োজন হবে কেওয়াইসি নথি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে নির্দেশ দেওয়া হয়েছে,ক্রিপ্টো এক্সচেঞ্জ ও মধ্যস্থতাকারীদের তথ্য নিতে হবে। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে,এই ধরণের সংস্থা এখন থেকে কালো টাকা লেনদেন প্রতিরোধ অধীনে আসবে। ভার্চুয়াল ডিজিটাল আসেটের লেনদেনকেও এই আইনের আওতায় আনা হচ্ছে।
শেয়ার বাজারে লগ্নিকারীদের প্যান বাধ্যতামূলক
শেয়ার বাজারে লগ্নিকারীদের প্যান বাধ্যতামূলক। বাজার নিয়ন্ত্রক সেবি সূত্রে খবর,আগামী ৩১ মার্চের মধ্যে শেয়ার বাজারের লগ্নিকারীদের আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের কথা বলা হয়েছে। তা না হলে সিকুইরিটি বাজারে লেনদেন আটকে যেতে পারে বলেও জানানো হয়েছে।