কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ এবং টেকনিশিয়ান পদে ১৯৮ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। WBSETCL –এর কর্মীরাও আবেদনের যোগ্য।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এ): শূন্যপদ ১০টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ২৫টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি অ্যান্ড সিএস): শূন্যপদ ৬টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ২০টি। জুনিয়র এক্সিকিউটিভ (এফ অ্যান্ড এ): শূন্যপদ ১১টি। জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর্স): শূন্যপদ ১১টি। জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) গ্রেড-টু: শূন্যপদ ৩০টি। অফিস এক্সিকিউটিভ: শূন্যপদ ৬০টি। টেকনিশিয়ান গ্রেড-থ্রি: শূন্যপদ ২৫টি।
০১.০১.২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী। পদ অনুযায়ী মাইনে সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
প্রার্থিবাছাই হবে ১০০ নম্বরের অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এবং ২৫ নম্বরের পার্সোনাল ইন্টারভিউ এবং পরবর্তীতে প্রি-এমপ্লয়মেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে। সিবিটি এবং পার্সোনাল ইন্টারভিউ হবে কলকাতায়। তবে প্রয়োজনে আবেদনকারীর সংখ্যার ওর ভিত্তি করে পশ্চিমবঙ্গের অন্যান্য শহরেও পরীক্ষা হতে পারে। ১০০ নম্বরের সিবিটি-তে থাকবে ১০০টি প্রশ্ন। উত্তরের জন্য় সময় পাবেন ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং নেই।
শারীরিক সুস্থ প্রার্থীদের নিয়োগ হলে প্রথমে ১ বছরের প্রবেশন। রেগুলার পে ব্যান্ডে নিয়োগ হবে।
আবেদন করবেন www.wbsetcl.in ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কে গিয়ে ১৯ মে, ২০২৩ তারিখের মধ্যে। এরজন্য় প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর থাকা চাই। যোগ্যতা, পারিশ্রমিক, আবেদনের পদ্ধতি, প্রার্থিবাছাই পদ্ধতি সহ সব বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন www.wbsetcl.in ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কে। বিজ্ঞপ্তি নং REC/2023/01.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে