জিপমারে ১৯৮ নার্সিং অফিসার, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নার্সিং অফিসার, এক্স-রে টেকনিশিয়ান, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্টের গ্রুপ-বি এবং জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, কার্ডিওগ্রাফিক টেকনিশিয়ানের গ্রুপ-সি পদে ১৯৮ জনকে নিচ্ছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে। এটি ভারত সরকারের স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্ত জাতীয় মান্যতাপ্রাপ্ত একটি ইনস্টিটিউট।
নার্সিং অফিসার (গ্রুপ-বি): শূন্যপদ ১৫৪টি। বি.এসসি. (অনার্স) নার্সিং/ বি.এসসি. নার্সিং পাশ। কিংবা বি.এসসি. (পোস্ট-সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বি.এসসি. নার্সিং পাশ। স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড। অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি-র ডিপ্লোমা, নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড ও হাসপাতালে ২ বছরের কজের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪৪,৯০০ টাকা।
এক্স-রে টেকনিশিয়ান (রেডিওডায়গনসিস) (গ্রুপ-বি): শূন্যপদ ৫টি। রেডিওগ্রাফি/ মেডিক্যাল ইমেজিং টেকনোলজি বা সমতুলে ৩ বছরের বি.এসসি. কোর্স পাশ। ইনস্টিটিউট/ হাসপাতাল/ ইমেজিং সেন্টারে রেডিও ডায়গনসিস যন্ত্রপাতি অপারেটিংয়ে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ টাকা।
মেডিক্যল ল্যাবরেটরি টেকনোলজিস্ট (গ্রুপ-বি): শূন্যপদ ৪টি। মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সের ব্যাচেলর ডিগ্রিধারী। অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ব্যাচেলর্স ডিগ্রিধারী। অথবা এমএলটি (ব্লাড ব্যাঙ্কিং)। ২ বছরের অভিজ্ঞতা। মাইনে ৩৫,৪০০ টাকা।
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ-সি): শূন্যপদ ২৪টি। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ, ইংরিজি ও হিন্দিতে টাইপিংয়ের দক্ষতা, বয়স ৩০-এর মধ্যে। মাইনে ১৯,৯০০ টাকা।
ফার্মাসিস্ট (গ্রুপ-সি): শূন্যপদ ৬টি। ফার্মাসির ডিগ্রিধারী, ১ বছরের অভিজ্ঞতা। অথবা ফার্মাসির ডিপ্লোমাধারী, ২ বছরের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ২৯,২০০ টাকা।
কার্ডিওগ্রাফিক টেকনিশিয়ান (গ্রুপ-সি): শূন্যপদ ৫টি। বি.এসসি. (কার্ডিয়াক টেকনোলজি) বা (কার্ডিয়াক ল্যাবরেটরি টেকনিশিয়ান) বা সমতুল পাশ। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ২৫,৫০০ টাকা।
১৯.০৮.২০২৪ তারিখের হিসেবে বয়স ১৮ বছর বা তার বেশি। নিয়ম অনুয়ায়ী বয়সের ছাড়।
প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে। পরীক্ষার স্কিম এবং সিলেবাস এবং পরবর্তীতে ফালাফল ইত্যাদি পাবেন নীচে বলা ওয়েবসাইটে।
অনলাইনে আবেদনের ফি বাবদ অসংরক্ষিত/ ইডব্লুএস/ ওবিসিদের ১,৫০০ + (ট্রানজাকশন চার্জ), তফশিলি প্রার্থীদের ১,২০০ + (ট্রানজাকশন চার্জ) দিতে হবে।
আবেদন করবেন https://www.jipmer.edu.in ওয়েবসাইটের “Apply on-line for recruitment of various Gr. B & C posts – July 2024” লিঙ্কের মাধ্যমে, ১৯ আগস্টের মধ্যে। দরখাস্ত পূরণের পদ্ধতি সহ যাবতীয় বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

