NMDC LtdCentral Government Training 

এনএমডিসি লিমিটেডে ১৯৭ ট্রেনি অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আইটিআই, গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা পাশদের থেকে ১৯৭ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ন্যাশনাল মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএমডিসি) লিমিটেডে। এটি ভারত সরকারের একটি উদ্যোগ। নিয়োগ হবে মেশিনিস্ট, ফিটার, ওয়েল্ডার সহ বিভিন্ন ডিসিপ্লিনে।

ট্রেড অ্যাপ্রেন্টিস: মোট আসন ১৪৭টি। সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মোট আসন ৪০টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। টেকনিশিয়ান (ডিপ্লোমা) এপ্রেন্টিস: মোট আসন ১০টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি শাখার ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। প্রার্থীদের ডিগ্রি/ ডিপ্লোমা/ ট্রেড সার্টিফিকেট পাশ করে থাকতে হবে ৩১-৮-২০১৯ বা তার পরে।

বয়স হতে হবে ১৪-৬-২০২৪ তারিখের হিসেবে অন্তত ১৬ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ইন্টারভিউ হবে: ট্রেড অ্যাপ্রেন্টিস– মেশিনিস্ট/ ফিটার ট্রেডের ক্ষেত্রে ১-৭-২০২৪, ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে ২-৭-২০২৪, মেকানিক ডিজেল/ মেকানিক মোটর ভেহিকল ট্রেডের ক্ষেত্রে ৪-৭-২০২৪, ইলেক্ট্রিশিয়ান ট্রেডের ক্ষেত্রে ৫-৭-২০২৪, কোপা ট্রেডের ক্ষেত্রে ৬-৭-২০২৪ তারিখে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস– কেমিক্যাল/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অব ফার্মাসি/ বিবিএ/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ৭-৭-২০২৪ এবং মেকানিক্যাল/ মাইনিং/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ৮-৭-২০২৪ তারিখে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস–সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ৯-৭-২০২৪ তারিখে। ইন্টারভিউয়ের সময় সঙ্গে নেবেন রেজিস্ট্রেশন প্রোফাইল পেজের প্রিন্ট, ১ কপি পাসপোর্ট মাপের ছবি সাঁটা সম্পূর্ণ জীবনপঞ্জি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত জেরক্স, অনলাইনে উপযুক্ত বয়ানে পূরণ করা গুগল ফর্ম। এছাড়া যাবতীয় নথিপত্রের মূলগুলিও সঙ্গে নিতে ভুলবেন না। মনে রাখবেন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন করবেন অনলাইনে ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে https://apprenticeshipindia.gov.in এবং গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে https://nats.education.gov.in ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন আইডি। এবার ওপরে বলা তারিখের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবেন এই ঠিকানায়: Training Institute, B.I.O.M, Kirandul Complex, Kirandul, Dist. – Dantewada (C.G.)- 494556. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment